India Vs West Indies

রেকর্ড গড়ল ‘কুল-জা’ জুটি, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৭ উইকেট তুলে নিলেন তাঁরা

রেকর্ড গড়লেন রবীন্দ্র জাডেজা এবং কুলদীপ যাদব। তাঁরা দু’জন মিলে ৭ উইকেট তুলে নিলেন। এই প্রথম ভারতের কোনও বাঁহাতি স্পিনার জুটি এক দিনের ক্রিকেটে ৭ উইকেট নিল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৩ ২২:৩৪
Jadeja and Kuldeep

রবীন্দ্র জাডেজা এবং কুলদীপ যাদব। ছবি: টুইটার।

ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটারেরা ভারতীয় বোলারদের বিরুদ্ধে একেবারেই প্রতিরোধ গড়তে পারেননি। বৃহস্পতিবারের ম্যাচে দাপট দেখালেন রবীন্দ্র জাডেজারা। রেকর্ড গড়লেন তিনি এবং কুলদীপ যাদব। তাঁরা দু’জন মিলে ৭ উইকেট তুলে নিলেন। এই প্রথম ভারতের কোনও বাঁহাতি স্পিনার জুটি এক দিনের ক্রিকেটে ৭ উইকেট নিল।

বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারা ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ভারত যে অনায়াসে জিতবে সেই আন্দাজ করাই গিয়েছিল। কিন্তু কোনও রকম প্রতিরোধই যে ক্যারিবিয়ান বাহিনী গড়তে পারবে না, সেটা ভাবা যায়নি। বৃহস্পতিবার শুরুতে হার্দিক পাণ্ড্য এবং মুকেশ কুমার একটি করে উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটিংয়ে ভাঙন ধরান। শার্দূল ঠাকুর একটি উইকেট নেন। বাকি সাতটি উইকেটই তুলে নিলেন জাডেজা এবং কুলদীপ। জাডেজা নিলেন তিনটি উইকেট এবং কুলদীপ চারটি।

Advertisement

কুলদীপ তিন ওভার বল করে চারটি উইকেট নেন। বিশ্বকাপের আগে এই পারফরম্যান্স ভারতের বাঁহাতি স্পিনারকে দলে নিজের জায়গা পাকা করতে সাহায্য করবে। এক সময় কুলদীপ এবং যুজবেন্দ্র চহালের জুটিকে ‘কুল-চা’ বলা হত। এখন জাডেজার সঙ্গে জুটি বেঁধে যে স্পিন আক্রমণ তৈরি করেছেন কুলদীপ, তাতে ‘কুল-জা’ জুটি ভারতীয় দলের শক্তি হয়ে উঠতেই পারে।

ভারতীয় বোলারদের দাপটে ওয়েস্ট ইন্ডিজ়ের ইনিংস শেষ হয়ে যায় ১১৪ রানে। এক দিনের ক্রিকেটে এই দুই দলের ইতিহাসে এটা সর্বনিম্ন রানের তালিকায় তিন নম্বরে। ১৯৯৩ সালে ভারতকে ১০০ রানে শেষ করে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ়। সেটাই এই দুই দলের এক দিনের ক্রিকেটে সর্বনিম্ন স্কোর। সেই সময় ক্যারিবিয়ান দলে ব্র্যায়ান লারা, কার্ল হুপার, কার্টলি অ্যামব্রস, কোর্টনি ওয়ালসদের মতো ক্রিকেটারেরা ছিলেন। এখনকার ওয়েস্ট ইন্ডিজ় দলের সঙ্গে তাঁদের তুলনাই করা সম্ভব নয়।

Advertisement
আরও পড়ুন