Ducks Of Cricket

প্রথম বলেই শূন্য রানে আউট হয়ে ‘গোল্ডেন ডাক’ যশস্বীর, কত রকমের ‘ডাক’ রয়েছে ক্রিকেটে

ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের প্রথম বলেই আউট হয়েছেন যশস্বী। ক্রিকেটের পরিভাষায় তিনি দু’রকম ‘ডাক’ করেছেন। ক্রিকেটে রয়েছে বেশ কয়েক রকমের ‘ডাক’।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ ২১:০২
picture of Yashasvi Jaiswal

যশস্বী জয়সওয়াল। ছবি: এক্স (টুইটার)।

কোনও ব্যাটার শূন্য রানে আউট হলে ক্রিকেটে বলা হয় ‘ডাক’। হাঁসের ছবি দিয়ে বোঝানো হয়, সংশ্লিষ্ট ব্যাটার কোনও রান করার আগেই আউট হয়ে গিয়েছেন। শুক্রবার ভারত-অস্ট্রেলিয়া টেস্টের প্রথম বলেই আউট হয়েছেন যশস্বী জয়সওয়াল। শূন্য রানে আউট হলেই ‘ডাক’ বলা হলেও রয়েছে রকমফের।

Advertisement

আট রকম ‘ডাক’ রয়েছে ক্রিকেটে। বিভিন্ন ভাবে শূন্য রানে আউট হলে বিভিন্ন ভাবে চিহ্নিত করা হয়। কেমন সেগুলি দেখে নেওয়া যাক।

গোল্ডেন ডাক: ব্যাটার নিজের প্রথম বলেই কোনও রান না করে আউট হলে বলা হয় ‘গোল্ডেন ডাক’।

সিলভার ডাক: ব্যাটার নিজের দ্বিতীয় বলে কোনও রান না করে আউট হলে বলা হয় ‘সিলভার ডাক’।

ব্রোঞ্জ ডাক: ব্যাটার নিজের তৃতীয় বলে কোনও রান না করে আউট হলে বলা হয় ‘ব্রোঞ্জ ডাক’।

ডায়মন্ড ডাক: ব্যাটার একটিও বল খেলার আগেই রান আউট বা কোনও ভাবে আউট হলে বলা হয় ‘ডায়মন্ড ডাক’।

প্ল্যাটিনাম বা রয়্যাল ডাক: ব্যাটার ম্যাচের প্রথম ইনিংসের প্রথম বলে কোনও রান না করে আউট হলে বলা হয় ‘প্ল্যাটিনাম’ বা ‘রয়্যাল ডাক’।

লাফিং ডাক: কোনও ব্যাটার তার দলের শেষ বলে শূন্য রানে আউট হলে বলা হয় ‘লাফিং ডাক’।

পেয়ার: টেস্ট অথবা প্রথম শ্রেণির ম্যাচে কোনও ব্যাটার দুই ইনিংসেই শূন্য রানে আউট হলে বলা হয় ‘পেয়ার’।

কিং পেয়ার: কোনও ব্যাটার টেস্ট অথবা প্রথম শ্রেণির ম্যাচের দুই ইনিংসেই তার খেলা প্রথম বলে শূন্য রানে আউট হলে বলা হয় ‘কিং পেয়ার’।

অ্যাডিলেডে যশস্বীর আউট একই সঙ্গে ‘গোল্ডেন ডাক’ এবং ‘প্ল্যাটিনাম’ বা ‘রয়্যাল ডাক’। কারণ তিনি যেমন নিজের খেলা প্রথম বলে কোনও রান না করে আউট হয়েছেন, তেমনই ম্যাচের প্রথম ইনিংসের প্রথম বলে কোনও রান না করে আউট হয়েছেন।

Advertisement
আরও পড়ুন