KL Rahul

অস্ট্রেলিয়া সফরে গিয়েও রাহুলের মাথায় ঘুরছে আইপিএল, টি-টোয়েন্টি দলে ফিরতে মরিয়া কেএল

টেস্ট দলে তাঁর জায়গা এখনও পাকা নয়। রোহিত শর্মা না থাকায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে পারেন। সেই কেএল রাহুলের মাথায় অস্ট্রেলিয়া সিরিজ় নয়, ঘুরছে আইপিএল। তিনি টি-টোয়েন্টি দলে আবার ফিরতে চান।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ১৮:৪৩
cricket

কেএল রাহুল। — ফাইল চিত্র।

টেস্ট দলে তাঁর জায়গা এখনও পাকা নয়। রোহিত শর্মা না থাকায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে পারেন। সেই কেএল রাহুলের মাথায় অস্ট্রেলিয়া সিরিজ় নয়, ঘুরছে আইপিএল। তিনি টি-টোয়েন্টি দলে আবার ফিরতে চান। তাঁর জন্য আইপিএলে ভাল খেলতে মরিয়া ভারতীয় ব্যাটার।

Advertisement

লখনউ সুপার জায়ান্টস তাঁকে ছেড়ে দিয়েছে। পরের আইপিএলে নতুন দলে খেলতে দেখা যেতে পারে তাঁকে। শোনা গিয়েছে রাহুলকে নিতে ইচ্ছুক আরসিবি। তার আগে সম্প্রচারকারী চ্যানেলে রাহুল বলেছেন, “টি-টোয়েন্টি দলে আবার ফিরতে মুখিয়ে রয়েছি। বরাবর সব ফরম্যাটে খেলা ক্রিকেটার হতে চেয়েছি। এত বছর পরেও সেই লক্ষ্য একই রয়েছে। এখনও ভারতের হয়ে সব ফরম্যাটে খেলতে চাই।”

রাহুলের সংযোজন, “বেশ কিছু দিন টি-টোয়েন্টি দলের বাইরে রয়েছি। জানি খেলোয়াড় হিসাবে কোন জায়গায় রয়েছি এবং কী করতে হবে। তাই পরের আইপিএলের দিকে তাকিয়ে রয়েছি। সেটাকেই প্রত্যাবর্তনের মঞ্চ হিসাবে ব্যবহার করতে চাই।”

ব্যক্তিগত লক্ষ্যের কথা মাথায় না রেখে তিনি যে সব সময় দলের স্বার্থের কথা মাথায় রাখেন সেটা আবার বলেছেন রাহুল। তাঁর কথায়, “আমরা সবাই স্বাধীনতা নিয়ে খেলতে চাই। যারা আমাকে ব্যাট করতে দেখেছে তারা জানে আমি বিষয়টা কতটা উপভোগ করি। তবে আমার মাথায় সব সময় আগে দল থাকে।”

রাহুল আরও বলেছেন, “আমরা একটা দলগত খেলা খেলি। যদি টেনিস খেলতাম তা হলে অন্য লক্ষ্য হত। তখন বলতাম, এটাই আমার স্বাভাবিক খেলা। কিন্তু দলগত খেলায় বিষয়টা আলাদা। প্রত্যেক ম্যাচে আপনার আলাদা দায়িত্ব এবং ভূমিকা থাকে। দলের কথা ভেবে খেলতে হয়।”

আরও পড়ুন
Advertisement