দুলীপ সমরবীরা। ছবি: এক্স (টুইটার)।
অনুপযুক্ত আচরণের জন্য শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার দুলীপ সমরবীরাকে ২০ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া (সে দেশের ক্রিকেট সংস্থা)। শাস্তিকালীন সময়ে তিনি অস্ট্রেলিয়ার ক্রিকেটের কোনও স্তরে কোনও ভাবে যুক্ত থাকতে পারবেন না। ৫২ বছরের প্রাক্তন ক্রিকেটারের শাস্তির মেয়াদ শেষ হবে ২০৪৪ সালে।
দীর্ঘ দিন ধরে অস্ট্রেলিয়ার বাসিন্দা সমরবীরা। প্রায় ১৬ বছর ধরে ভিক্টোরিয়ার মহিলা ক্রিকেট দলের কোচিং স্টাফ হিসাবে কাজ করেছেন সমরবীরা। গত মে মাস পর্যন্ত মহিলাদের বিগ ব্যাশ লিগের দল মেলবোর্ন স্টার্সের সহকারী কোচ ছিলেন তিনি। কিছু দিন আগে সমরবীরার বিরুদ্ধে ক্রিকেট অস্ট্রেলিয়ার আদর্শ আচরণবিধির ২.২৩ নম্বর ধারা লঙ্ঘনের অভিযোগ উঠেছিল। তিনি এক মহিলা ক্রিকেটারের সঙ্গে আপত্তিকর আচরণ করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সমরবীরাকে ২০ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন শ্রীলঙ্কার হয়ে সাতটি টেস্ট এবং পাঁচটি এক দিনের ম্যাচ খেলা প্রাক্তন ক্রিকেটার। অভিযোগ অস্বীকার করলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে তিনি অংশ নিতে রাজি হননি।
এ ছাড়া চুক্তিভঙ্গের অভিযোগেও তাঁকে ১০ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই শাস্তি দেওয়া হয়েছে ক্রিকেট ভিক্টোরিয়ার কোচ হিসাবে চুক্তিবদ্ধ থেকেও বেসরকারি ভাবে অন্যত্র কোচিং করানোর জন্য। বলা হয়েছে, মূল্যবোধের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার। দু’টি শাস্তি একই সঙ্গে চলবে। তাই বাড়তি শাস্তি ভোগ করতে হবে না সমরবীরাকে। সব মিলিয়ে ২০ বছরই অস্ট্রেলিয়ার ক্রিকেটে নিষিদ্ধ থাকবেন তিনি।