Murshidabad

স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে একত্রবাস, কিছু দিনের মধ্যেই মিলল তরুণীর দেহ! মুর্শিদাবাদে ধৃত সেই প্রেমিক

স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে থাকা শুরু করেছিলেন তরুণী। ভাড়াবাড়িতে একত্রবাস করছিলেন চার বছরের শিশুসন্তানকে নিয়ে। শুক্রবার সকালে সেই ভাড়াবাড়ি থেকে উদ্ধার হল ওই তরুণীর পচাগলা দেহ।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ২০:৫৪
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে থাকা শুরু করেছিলেন তরুণী। ভাড়াবাড়িতে একত্রবাস করছিলেন চার বছরের শিশুসন্তানকে নিয়ে। শুক্রবার সকালে সেই ভাড়াবাড়ি থেকে উদ্ধার হল ওই তরুণীর পচাগলা দেহ। মুর্শিদাবাদের বহরমপুরের ঘটনা। প্রতিবেশীদের থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গ্রেফতারও করা হয়েছে তরুণীর প্রেমিককে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম আফরিন (২৩)। তিনি মুর্শিদাবাদের বেলডাঙার বাসিন্দা। তরুণী বিবাহিতা। চার বছরের সন্তানও রয়েছে তাঁর। কিন্তু কয়েক মাস ধরে বহরমপুরের ভাকুড়ি এলাকায় প্রেমিকের সঙ্গে একটি বাড়িতে ভাড়া থাকছিলেন তিনি। তার পরেই এই ঘটনা।

স্থানীয়দের বক্তব্য, কয়েক দিন ধরে ওই ঘরে কাউকে দেখা যাচ্ছিল না। এর পর ঘর থেকে পচা গন্ধ বেরোতে থাকায় সন্দেহ হয় প্রতিবেশীদের। তাঁরাই তরুণীর পচাগলা দেহ দেখতে পান। মৃত্যুর কারণ স্পষ্ট না হলেও পুলিশের প্রাথমিক অনুমান, দু’দিন আগে তরুণীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আসল ঘটনাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত সুপার মাজিদ ইকবাল বলেন, ‘‘তরুণীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল এক ব্যক্তিকে। তাঁর উত্তরে অসঙ্গতি থাকায় পরে তাঁকে গ্রেফতার করা হয়েছে।’’

Advertisement
আরও পড়ুন