IPL 2025

কত টাকা পাব সেটা তো আমার হাতে নেই! ২৩ কোটির বিতর্কে পাল্টা জবাব কলকাতার বেঙ্কটেশের

আইপিএল শুরু হওয়ার আগে থেকেই তাঁর ২৩.৭৫ কোটির দাম নিয়ে চলছে সমালোচনা। হায়দরাবাদের বিরুদ্ধে দলকে জিতিয়ে ২৩ কোটি বিতর্কে আরও এক বার মুখ খুললেন বেঙ্কটেশ আয়ার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১৭:২৫
cricket

বেঙ্কটেশ আয়ার। ছবি: সমাজমাধ্যম।

আইপিএল শুরু হওয়ার আগে থেকেই তাঁর ২৩.৭৫ কোটির দাম নিয়ে চলছে সমালোচনা। আদৌ তিনি এই অর্থের যোগ্য কি তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রথম তিনটি ম্যাচে খারাপ খেলে সমালোচনার জবাব দিতে পারেননি তিনি। অবশেষে হায়দরাবাদের বিরুদ্ধে দলকে জিতিয়ে ‘প্রাইস ট্যাগ’ বিতর্কে আরও এক বার মুখ খুললেন বেঙ্কটেশ আয়ার।

Advertisement

আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলে বেঙ্কটেশ বলেছেন, “সত্যি বলতে, এই সমালোচনা আমি পুরোপুরি উপেক্ষা করতে পারছি না। আমি বাস্তববাদী মানুষ। আমি জানি যে চাপ রয়েছে। আমার দাম এবং পারফরম্যান্স ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে চর্চা চলছে। তবে একই সঙ্গে এটাও বলতে চাই, কত দাম পাব সেটা পুরোপুরি আমার হাতে নেই।”

বেঙ্কটেশের সংযোজন, “কী ভাবে দলকে জেতাতে পারব, সেটা আমার হাতে রয়েছে। বরাবরই সেটা আমার হাতেই থাকবে। সে আমি ২৩ কোটি টাকাই পাই বা ২০ লাখ।”

মহা নিলামের আগে কেকেআর ধরে রাখেনি বেঙ্কটেশকে। তবে নিলামে মোটা অর্থ খরচ করতে কসুর করেনি। শুধু তাই নয়, সহ-অধিনায়কও করা হয়েছে তাঁকে। বেঙ্কটেশ চান, ব্যাট, বলের পাশাপাশি নেতা হিসাবেও ভাল কাজ করতে। তিনি বলেছেন, “প্রতিযোগিতা শুরুর পর থেকে ওটাই আমার আসল কাজ। যে কোনও উপায়ে দলের জয়ে অবদান রাখতে চাই।”

আইপিএলের প্রথম তিনটি ম্যাচে ৯ রান করেছিলেন বেঙ্কটেশ। তবে হায়দরাবাদ ম্যাচে ২৯ বলে ৬০ রান করেন তিনি।

Advertisement
আরও পড়ুন