গত বার ট্রফিজয়ের পর শাহরুখের (বাঁ দিকে) সঙ্গে নারাইন। ছবি: সমাজমাধ্যম।
২০১২ থেকে কেকেআরে রয়েছেন তিনি। দলের হয়ে ১৩তম আইপিএল খেলতে নামবেন দু’দিন পরেই। তার আগে কেকেআরের মালিক শাহরুখ খানের ভূয়সী প্রশংসা করলেন সুনীল নারাইন। সাফ জানালেন, শাহরুখের মতো দলমালিক খুঁজে পাওয়া কঠিন। একই সঙ্গে তিনি প্রশংসা করেছেন সতীর্থ বরুণ চক্রবর্তীর।
গত বছর আইপিএল ট্রফি জিতেছিল কেকেআর। বেশির ভাগ ম্যাচে স্টেডিয়ামে হাজির থেকে দলকে তাতিয়েছিলেন শাহরুখ। সে কথা উল্লেখ করে নারাইন বলেছেন, “প্রথমত, যে ভাবে উনি সবার সঙ্গে কথা বলেন, তাতে মনে হয় উনি মাটির মানুষ। দ্বিতীয়ত, দলের সবাইকে ভালবাসেন। ওঁর থেকে ভাল মালিক আর হয় না। তৃতীয়ত, নিজের মতো ক্রিকেট খেলায় সব রকম স্বাধীনতা দেন উনি। চতুর্থত, জিতি, হারি বা ড্র করি, শাহরুখের প্রতিক্রিয়া একই রকম দেখি।”
গত কয়েকটি আইপিএলে ভাল খেলে দলে নিজের জায়গা পাকা করেছেন বরুণ। গত বার ট্রফি জিততে সাহায্য করায় আবার জায়গা পেয়েছেন ভারতীয় দলে। সেখানেও তাঁর বোলিং প্রশংসিত হয়েছে।
সেই জুটি নিয়ে নারাইন বলেছেন, “আমাদের জুটি জমে গিয়েছে। গত কয়েক বছরে আমরা সেটা প্রমাণ করেছি। একসঙ্গে আমরা খুব ভাল বল করি। ওর সঙ্গে বল করতে সব সময় ভাল লাগে। ও চাপ বজায় রাখে, বলে বৈচিত্র রয়েছে যা আপনি আগে থেকে কখনওই বুঝতে পারবেন না।”
আইপিএলে অভিষেক হওয়ার পর থেকে প্রতিটি মহানিলামে সুনীল নারাইনকে ধরে রেখেছে কেকেআর। ১৭৭টি ম্যাচ খেলে ১৮০টি উইকেট নিয়েছেন। নারাইনের মতে, কেকেআর এখন তাঁর কাছে পরিবারের মতো। বলেছেন, “আবার ফিরে ভাল লাগছে। কলকাতায় আসতে সব সময় ভালবাসি। ক্রিকেটের কঠিনতম পর্যায় আইপিএল। প্রতি বছর কঠিন হচ্ছে। কোনও সহজ ম্যাচ নেই।”
(ভ্রম সংশোধন: এই প্রতিবেদনের শিরোনামে প্রথমে ‘রবিবার’ লেখা হয়েছিল। ইডেনে কলকাতা-বেঙ্গালুরু ম্যাচ শনিবার। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।)