আইপিএলের ট্রফি। ছবি: সমাজমাধ্যম।
শনিবার থেকে শুরু হয়ে গিয়েছে আইপিএল। এ বারের প্রতিযোগিতা শুরুর আগে বেশ কিছু নিয়ম চালু হয়েছে। এ দিন আরও একটি নিয়ম প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, আইপিএলের ম্যাচ টাই হতে পারে। অর্থাৎ ফয়সালা না-ও হতে পারে ম্যাচের। দুই দল পেতে পারে একটি করে পয়েন্ট। কী ভাবে?
আইপিএলে সুপার ওভার সংক্রান্ত নিয়মে বদল এনেছে বিসিসিআই। ম্যাচ যদি টাই হয় তা হলে সুপার ওভার হয়। সুপার ওভারও টাই হলে আরও একটি সুপার ওভার হয়। এত দিন নিয়ম ছিল, যত ক্ষণ না ম্যাচের ফলাফল পাওয়া যাচ্ছে তত ক্ষণ সুপার ওভার চলতেই থাকবে। তা আর হবে না।
বোর্ডের নিয়ম অনুযায়ী, নির্ধারিত ম্যাচ শেষ হওয়ার পর থেকে সর্বোচ্চ এক ঘণ্টা চলতে পারে সুপার ওভার। যদি তার মধ্যে ফলাফল না পাওয়া যায়, তা হলে ম্যাচটি টাই হিসাবে ঘোষিত হবে। দুই দল একটি করে পয়েন্ট পাবে।
বোর্ড জানিয়েছে, মূল ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিটের মধ্যে প্রথম সুপার ওভার শুরু করতে হবে। দু’দলের সুপার ওভার শেষ হওয়ার পর যদি ‘টাই’ হয়, তা হলে পরবর্তী সুপার ওভারগুলি শুরু করতে হবে পাঁচ মিনিটের মধ্যে।
আরও বলা হয়েছে, যদি কোনও ব্যাটার প্রথম সুপার ওভারে আউট হন, তিনি দ্বিতীয় সুপার ওভারে ব্যাট করতে পারবেন না। পাশাপাশি প্রথম সুপার ওভারে যে বোলার বল করেছেন, তিনি দ্বিতীয় সুপার ওভারে বল করতে পারবেন না।
২০১৯ সাল পর্যন্ত নিয়ম ছিল, মূল ম্যাচ ‘টাই’ হলে একটিই সুপার ওভার হবে। সুপার ওভার টাই হলে, যে দল বেশি চার-ছয় মেরেছে তারা জিতবে। পরে সেই নিয়মে বদল করে একাধিক সুপার ওভারের নিয়ম চালু হয়। এখন সেই সুপার ওভারের সময়ও বেঁধে দেওয়া হল।