কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। —ফাইল চিত্র।
পিছিয়ে গেল অমিত শাহের বঙ্গ সফর। মার্চে পশ্চিমবঙ্গ সফরে আসছেন না তিনি। চলতি মাসের ২৯ মার্চ রাজ্যে আসার কথা ছিল শাহের। পরের দিন, ৩০ মার্চ দিনভর দলীয় কর্মসূচি ছিল তাঁর। প্রকাশ্য সভা না-থাকলেও দলীয় নেতা-কর্মীদের নিয়ে ওই সময়ে আলোচনায় বসতেন তিনি। তবে রাজ্য বিজেপি সূত্রে খবর, ওই সফরসূচি পিছিয়ে যাচ্ছে। মার্চের শেষে বাংলায় আসছেন না তিনি। দলীয় সূত্রে খবর, এপ্রিলে তিনি আসতে পারেন। তবে পরিবর্তিত দিনক্ষণ এখনও স্থির হয়নি।
কী কারণে শাহের বঙ্গ সফর পিছিয়ে গেল, তা নিয়ে রাজ্য বিজেপির নেতৃত্ব আনুষ্ঠানিক ভাবে কিছু জানাননি। তবে দলীয় সূত্রে খবর, ২৮-২৯ মার্চ ইদ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। সেই কারণে ওই সময়ে বাংলায় শাহের রাজনৈতিক কর্মসূচি পিছিয়ে দেওয়া হচ্ছে। তবে এর পরে কবে তিনি বঙ্গ সফরে আসবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। সূত্রের খবর এপ্রিলে তিনি বাংলায় আসতে পারেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের সরকারি এবং রাজনৈতিক অন্য কর্মসূচির মাঝে এপ্রিলে কোন তারিখে তিনি বঙ্গ সফরে আসতে পারেন, সেই সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা শুরু হয়েছে দলের অন্দরে।
হিসাব অনুসারে রাজ্য বিজেপির সভাপতি পদে সুকান্ত মজুমদারের প্রথম মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে। ২০২১ সালের শেষ দিকে তিনি বঙ্গ বিজেপির সভাপতি হন। সেই অনুসারে ২০২৪ সালের নভেম্বর নাগাদ তাঁর প্রথম মেয়াদ শেষ হয়েছে। পরের মেয়াদে সুকান্তই সভাপতি থাকবেন না কি অন্য কেউ হবেন, তা স্থির হওয়া এখনও বাকি রয়েছে। দলের ‘সংগঠন পর্ব’-এর মধ্য দিয়ে তা স্থির হওয়ার কথা। গত বছরের অক্টোবরে রাজ্য সফরে এসে এই ‘সংগঠন পর্ব’-এর প্রথম ধাপ ‘সদস্যতা অভিযান’-এর সূচনা করে গিয়েছিলেন শাহ। দলীয় সূত্রে শোনা যাচ্ছিল, শাহের পশ্চিমবঙ্গ সফরের আগেই নতুন রাজ্য সভাপতি নির্বাচন করে ফেলতে চাইছে বিজেপি। সে ক্ষেত্রে মার্চের শেষে সফরে এসে নতুন রাজ্য সভাপতির সঙ্গে আলোচনার কথা ছিল শাহের। তবে পরিবর্তিত পরিস্থিতিতে তাঁর পশ্চিমবঙ্গ সফর আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে।