Rasha Thadani

‘ওরা আমার বাবা-মায়ের মতো’, বিচ্ছেদের পরে তমন্না-বিজয়কে নিয়ে কেন এই মন্তব্য রাশার?

রাশার প্রথম ছবি নিয়েও বেশ উত্তেজিত ছিলেন তমন্না। একটি ভিডিয়োতে রাশার সঙ্গে ‘উই আম্মা’ গানে নাচতেও দেখা গিয়েছিল তমন্নাকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ২০:৪৪
Rasha Thadani said that Tamannah Bhatia and ijay Varma are her God parent

তমন্না-বিজয় রাশার মা-বাবার মতো? ছবি: সংগৃহীত।

দু’বছর একসঙ্গে থাকার পর বিচ্ছেদের পথে হেঁটেছেন তমন্না ভাটিয়া ও বিজয় বর্মা। বলিউডে এমনই গুঞ্জন। তবে বিচ্ছেদের পরে বন্ধুত্ব বজায় রাখবেন বলেও জানিয়েছিল এক সূত্র। এ বিষয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি তমন্না বা বিজয়। এই বিচ্ছেদ জল্পনার মধ্যেই রাশা থাডানির মন্তব্য নতুন করে ভাবাচ্ছে অনুরাগীদের।

Advertisement

রাশা ও তমন্নার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিছু দিন আগেই একই সঙ্গে রঙের খেলায় মেতেছিলেন দু'জনে। সেই পার্টিতে ছিলেন বিজয় বর্মাও। এ বার রবীনা টন্ডনের কন্যা রাশা জানালেন, তমন্না ও বিজয় নাকি তাঁর বাবা-মায়ের মতো। এক সক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, “তমন্না ও বিজয় আমার গড পেরেন্ট।” কর্মজগতে ও ব্যক্তিগত জীবনে তারকা জুটি নাকি রাশাকে পরামর্শ দেন।

রাশার প্রথম ছবি নিয়েও বেশ উত্তেজিত ছিলেন তমন্না। একটি ভিডিয়োয় রাশার সঙ্গে ‘উই আম্মা’ গানে তাঁকে নাচতেও দেখা গিয়েছিল। এক জন্মদিনের অনুষ্ঠান থেকে তমন্নার সঙ্গে রাশার বন্ধুত্ব হয়েছিল বলে জানিয়েছেন তারকা-সন্তান নিজেই। তার পর থেকেই তমন্না ও বিজয় নাকি তাঁর ‘গড পেরেন্ট’ হয়ে উঠেছেন।

উল্লেখ্য, ‘লাস্ট স্টোরিজ় ২’ ছবির শুটিং থেকে প্রেম শুরু হয়েছিল তমন্না ও বিজয়ের। তার পরে ভালই ছিলেন দু’জনে। কিন্তু তমন্না বিয়ে করতে চেয়েছিলেন। সেখান থেকেই সমস্যার সূ্ত্রপাত। বিজয় নাকি এই মুহূর্তে বিয়ে করে থিতু হতে প্রস্তুত নন। তাই আপাতত বিচ্ছেদ।

Advertisement
আরও পড়ুন