Rinku Singh

৫৫ লক্ষ থেকে ১৩ কোটি! দর বাড়তেই রিঙ্কুর মুখে মালিক শাহরুখের কথা

এ বারের নিলামের আগে রিঙ্কুকে রেখে দিল কেকেআর। সেই সঙ্গে তাঁর দাম বেড়ে হল ১৩ কোটি টাকা। ঘোষণার পরেই রিঙ্কু লিখলেন, “পিকচার অভি বাকি হে।”

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ২২:৩৯
Rinku Singh and Shah Rukh Khan

(বাঁ দিক থেকে) রিঙ্কু সিংহের সঙ্গে শাহরুখ খান। —ফাইল চিত্র।

২০১৮ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সে রয়েছেন রিঙ্কু সিংহ। তাঁর দাম ছিল ৫৫ লক্ষ টাকা। আর্থিক ভাবে পিছিয়ে থাকা পরিবার থেকে আসা রিঙ্কুর কাছে সেটাই ছিল বিরাট পাওয়া। এ বারের নিলামের আগে তাঁকে রেখে দিল কেকেআর। সেই সঙ্গে তাঁর দাম বেড়ে হল ১৩ কোটি টাকা। ঘোষণার পরেই রিঙ্কু লিখলেন, “পিকচার অভি বাকি হে।”

Advertisement

কলকাতার হয়ে খেলেই নিজেকে প্রমাণ করেছেন রিঙ্কু। জায়গা করে নিয়েছেন ভারতীয় দলেও। ক্যাপড ক্রিকেটার হিসাবে তাঁকে রাখল কেকেআর। দিল ১৩ কোটি টাকা। বৃহস্পতিবার সমাজমাধ্যমে রিঙ্কু নিজের একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তাঁকে কেকেআরের হেলমেট এবং জার্সিতে দেখা যাচ্ছে। যে ভিডিয়ো পোস্ট করে রিঙ্কু লিখেছেন, “হামারি প্রেম কাহানি তো অভি ব্যস শুরু হুই হে। পিকচার অভি বাকি হে মেরে দোস্তো।” অর্থাৎ, আমাদের প্রেম কাহিনি সবে শুরু হয়েছে, এখনও অনেক কিছু বাকি রয়েছে। কেকেআরের অন্যতম মালিক শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ ছবিতে একটি সংলাপের সঙ্গে মিল রেখে এই লাইন লিখেছেন রিঙ্কু।

আইপিএলে ৪৬ ম্যাচে ৮৯৩ রান করেছেন রিঙ্কু। তাঁর গড় ৩০.৭৯। মূলত ফিনিশার হিসাবেই তাঁকে খেলায় কেকেআর। রিঙ্কুর স্ট্রাইক রেট ১৪৩.৩৩। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে পাঁচটি ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছিলেন রিঙ্কু। যে ঘটনা তাঁর জীবন পাল্টে দেয়। ২০২৩ সালের আইপিএলে ১৪ ম্যাচে ৪৭৪ রান করেছিলেন রিঙ্কু। স্ট্রাইক রেট ছিল ১৪৯.৫২। চারটি অর্ধশতরান করেছিলেন। এর পরেই ভারতীয় দলে ডাক পেয়েছিলেন রিঙ্কু।

আরও পড়ুন
Advertisement