IPL 2025

রিঙ্কুর হাতে ঘড়ির ট্যাটু, সময় লেখা দুপুর ২.২১, কী হয়েছিল সেই মুহূর্তে?

কলকাতা নাইট রাইডার্সের ব্যাটারের উত্থান আইপিএল থেকেই। পরে দেশের হয়েও খেলার সুযোগ পেয়েছেন রিঙ্কু। কিন্তু তাঁর হাতে থাকা ট্যাটুতে রয়েছে একটি ঘড়ি। যেখানে সময় দেখাচ্ছে দুপুর ২.২১ মিনিট। কেন এই ট্যাটু?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১৮:২৬
Rinku Singh

(বাঁ দিকে) হাতে ঘড়ির ট্যাটু। রিঙ্কু সিংহ (ডান দিকে)। —ফাইল চিত্র।

ক্রীড়াবিদদের অনেকের হাতে দেখা যায় ট্যাটু। সেই তালিকায় বাদ যাননি রিঙ্কু সিংহও। কলকাতা নাইট রাইডার্সের ব্যাটারের উত্থান আইপিএল থেকেই। পরে দেশের হয়েও খেলার সুযোগ পেয়েছেন রিঙ্কু। কিন্তু তাঁর হাতে থাকা ট্যাটুতে রয়েছে একটি ঘড়ি। যেখানে সময় দেখাচ্ছে দুপুর ২.২১ মিনিট। কেন এই ট্যাটু?

Advertisement

২০১৮ সালের আইপিএলে রিঙ্কুকে দলে নিয়েছিল কলকাতা। সেই বারের নিলামে ৮০ লক্ষ টাকা পেয়েছিলেন। যে টাকা তাঁর জীবন বদলে দিয়েছিল। এ বারে তাঁকে ১৩ কোটি টাকা দিয়ে ধরে রেখেছে কলকাতা। রিঙ্কু মনে করেন, এই সব কিছুই ‘ঈশ্বরের পরিকল্পনা’। তিনি হাতে সে কথাও লিখে রেখেছেন। রিঙ্কুর হাতে দেখা যায় একটি ট্যাটু, যেখানে লেখা ‘গডস প্ল্যান’। কিন্তু ঘড়ির ছবি কেন ট্যাটু করেছেন রিঙ্কু?

ঘড়ির ট্যাটু সম্পর্কে কেকেআরের রিঙ্কু বলেন, “ওই সময় আমার জীবন বদলে গিয়েছিল। ২০১৮ সালের নিলামে ওই সময় আমাকে কিনেছিল কেকেআর।” রিঙ্কুর হাতে রয়েছে একটি গোলাপের ট্যাটু। সেই সম্পর্কে তিনি বলেন, “গোলাপফুল ফোটার ছবি এটা। এটার অর্থ একটা সুন্দর যাত্রার শুরু। কেকেআর আমাকে ৮০ লক্ষ টাকা দিয়ে কেনার আগে আমার কাছে কোনও টাকা ছিল না। বাড়ি ছিল না। কিছুই ছিল না। ওই টাকা আমার জীবন বদলে দেয়। আমার জীবনটা অনেক সহজ হয়ে গিয়েছিল। শুধু আমার নয়, আমার পরিবারের সকলের জীবন সহজ হয়ে যায়।”

শুধু রিঙ্কু নন, লোকেশ রাহুলের একটি ট্যাটুতেও সময় লেখা রয়েছে। ১১টার সময় জন্মেছিলেন তিনি। সেই সময়টা ট্যাটু করে রেখেছেন রাহুল। তিনি ছাড়াও ভারতীয় দলে খেলা বিরাট কোহলি, সূর্যকুমার যাদব এবং হার্দিক পাণ্ড্যের শরীরের বিভিন্ন জায়গায় ট্যাটু রয়েছে। তবে ভারত অধিনায়ক রোহিত শর্মার কোনও ট্যাটু নেই। আইপিএলের মাঝে একটি বিজ্ঞাপনে সেই কথা বলেছিলেন তিনি।

Advertisement
আরও পড়ুন