ICC ODI World Cup 2023

বিশ্বকাপে জাতীয় সঙ্গীতের সময় জ্ঞান হারাল খুদে, গাইতে গাইতে কোনও মতে সামলালেন ক্রিকেটার

শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচ শুরুর আগেই খারাপ ঘটনা। মাঠের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায় এক খুদে। সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামলান শ্রীলঙ্কার ক্রিকেটার কুশল মেন্ডিস।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৩ ১৫:৩৩
World Cup Trophy

বিশ্বকাপ ট্রফি। —ফাইল চিত্র

বিশ্বকাপে শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচ শুরুর আগেই খারাপ ঘটনা। মাঠের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায় এক খুদে। সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামলান শ্রীলঙ্কার ক্রিকেটার কুশল মেন্ডিস। উপস্থিত বুদ্ধির পরিচয় দেন তিনি।

Advertisement

ম্যাচ শুরুর আগে তখন জাতীয় সঙ্গীত গাইতে নেমেছিল দুই দেশ। রীতি মেনে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ক্রিকেটারদের সামনে এক জন করে বাচ্চা ছেলে বা মেয়ে দাঁড়িয়েছিল। জাতীয় সঙ্গীত শুরু হওয়ার পরেই দেখা যায়, মেন্ডিসের সামনে দাঁড়িয়ে থাকা খুদে মাটিতে পড়ে গিয়েছে। হতে পারে পুণের প্রচণ্ড গরমে জ্ঞান হারায় সে।

সঙ্গে সঙ্গে বাচ্চাটিকে তুলে জড়িয়ে ধরে রাখেন মেন্ডিস। কয়েক সেকেন্ড পরে সেখানে আসেন শ্রীলঙ্কার কোচিং দলের এক সদস্য। তাঁর হাতে বাচ্চাটিকে তুলে দেন মেন্ডিস। তবে এই ঘটনার জন্য জাতীয় সঙ্গীত থামেনি। দুই দলের ক্রিকেটারেরাই জাতীয় সঙ্গীত গাওয়া শেষ করেন।

চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত সেমিফাইনালে ওঠার সুযোগ রয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের। তারা ১২ পয়েন্টে শেষ করতে পারে। তবে তার জন্য শেষ চারটি ম্যাচ জিততে হবে তাদের। সোমবারের ম্যাচে যে দল জিতবে সেই দল বিশ্বকাপের লড়াইয়ে খানিকটা এগিয়ে যাবে। তাই এই ম্যাচ দু’দলের কাছেই গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন
Advertisement