ICC ODI World Cup 2023

পাকিস্তান বিশ্বকাপ জিতুক, চায় না সে দেশের বোর্ডই, গভীর চক্রান্তের অভিযোগ দলেরই এক ক্রিকেটারের

এক সিনিয়র ক্রিকেটারের অভিযোগ, পাকিস্তান বিশ্বকাপ জিতুক সেটা চায় না পাকিস্তান ক্রিকেট বোর্ডই। বাবর আজ়মদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন বিশ্বকাপের দলে থাকা সেই ক্রিকেটার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৩ ১৩:২৪
Babar Azam

বাবর আজ়ম। —ফাইল চিত্র

পাকিস্তান ক্রিকেটের অন্দরে কি গভীর চক্রান্ত চলছে? এমনটাই অভিযোগ করেছেন সে দেশের এক সিনিয়র ক্রিকেটার। তাঁর অভিযোগ, পাকিস্তান বিশ্বকাপ জিতুক সেটা নাকি চায় না পাকিস্তান ক্রিকেট বোর্ডই। বাবর আজ়মদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন তিনি।

Advertisement

ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকবাজ়’কে একটি সাক্ষাৎকারে এই সব দাবি করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের ওই ক্রিকেটার। তাঁর অভিযোগ, ‘‘দলের মধ্যে মতবিরোধ খুব সাধারণ বিষয়। দলের প্রত্যেকের যথেষ্ট বুদ্ধি আছে সেই সমস্যা মিটিয়ে নেওয়ার। সেখানে বাইরের কারও নাক গলানোর প্রয়োজন নেই। পাকিস্তান দলে সেটাই হচ্ছে। তার ফলেই সমস্যা বাড়ছে।’’

তাঁর অভিযোগ, নিজেদের স্বার্থে পাকিস্তান ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে। তাতে দলের ক্ষতি হচ্ছে। তিনি বলেন, ‘‘বোর্ড চায় আমরা হেরে যাই। ওরা চায় না যে, আমরা বিশ্বকাপ জিতে ফিরি। কারণ, হেরে গেলে ওরা আমাদের উপর সব দায় চাপাতে পারবে। তার পর নিজের পছন্দের ক্রিকেটারকে অধিনায়ক করে দলের সব নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেবে।’’

ক্রিকেটারেরা সাজঘরে নিজেদের মধ্যে যে আলোচনা করছে সেই কথা বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ করেছেন সেই ক্রিকেটার। তাঁর দাবি, ‘‘সাজঘরের সব কথা বাইরে চলে যাচ্ছে। ফলে ক্রিকেটারদের একে অপরের প্রতি অবিশ্বাস তৈরি হচ্ছে। আমরা বাইরের লোকের সঙ্গে কথা বলতে ভয় পাচ্ছি। একটা দমবন্ধ করা পরিস্থিতি তৈরি হয়েছে। সেটাই আমাদের খারাপ ফলের প্রধান কারণ।’’

তার পরেও তাঁরা হাল ছাড়েননি বলে জানিয়েছেন সেই ক্রিকেটার। তাঁর কথায়, ‘‘আমাদের হোটেলের ঘরে ঘণ্টার পর ঘণ্টা কাটাতে হচ্ছে। স্টেডিয়ামে কটূক্তি শুনছি। প্রাক্তনেরা সমালোচনা করেছেন। তার পরেও আমরা রোজ অনুশীলন করেছি। প্রতিটা ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু যেখানে নিজের দেশেরই ক্রিকেট বোর্ড আমাদের ক্ষতি করার চেষ্টা করছে, সেখানে তো এই ফলই হবে।’’

Advertisement
আরও পড়ুন