joe root

Joe Root: রুটের রাজত্ব! কোহলী, স্মিথ, উইলিয়ামসনকে ছাপিয়ে গেলেন ইংরেজ ব্যাটার

এজবাস্টনে নিজের ২৮তম শতরান করলেন জো রুট। টেস্টে শতরানের তালিকায় বিরাট কোহলী, স্টিভ স্মিথ ও কেন উইলিয়ামসনকে ছাপিয়ে গেলেন তিনি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ জুলাই ২০২২ ১৬:৪১
টেস্টে বিরাট নজির রুটের

টেস্টে বিরাট নজির রুটের ফাইল চিত্র

এজবাস্টনে শতরান করে শুধু দলকে জেতানো নয়, ব্যক্তিগত নজিরও গড়লেন জো রুট। টেস্টে নিজের ২৮তম শতরান করলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। টেস্টে শতরানের তালিকায় বিরাট কোহলী, স্টিভ স্মিথ ও কেন উইলিয়ামসনকে টপকে গেলেন তিনি। অর্থাৎ ক্রিকেটের ‘ফ্যাভ ফোর’-এর মধ্যে শীর্ষে তিনি। টেস্ট ক্রিকেটের বিশ্বে একাই ছড়ি ঘোরাচ্ছেন রুট।

টেস্টে কোহলী ও স্মিথের শতরানের সংখ্যা ২৭। উইলিয়ামসন করেছেন ২৪টি শতরান। চলতি বছর টেস্টে পাঁচটি শতরান করেছেন রুট। সেখানে কোহলী, স্মিথ ও উইলিয়ামসনের ব্যাট থেকে চলতি বছর টেস্টে একটিও শতরান আসেনি।

Advertisement

গত দু’বছরের পরিসংখ্যান দেখলে বোঝা যাবে বাকি তিন জনকে কতটা পিছনে ফেলেছেন রুট। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে টেস্টে মোট ১১টি শতরান করেছেন রুট। কোহলী শেষ শতরান করেছিলেন ২০১৯ সালের ২২ নভেম্বর। স্মিথ শেষ শতরান করেছিলেন ৭ জানুয়ারি, ২০২১। উইলিয়ামসনের ব্যাট থেকে শেষ শতরান এসেছিল ৩ জানুয়ারি, ২০২১। পাকিস্তানের বিরুদ্ধে ২৩৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তার পর আর টেস্টে শতরান আসেনি তাঁর ব্যাট থেকে।

Advertisement
আরও পড়ুন