Ishan Kishan

লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তন ঈশানের, বুচিবাবুতে খেলতে নেমে নিলেন তিনটি ক্যাচ

ঘরোয়া ক্রিকেট না খেলার জন্য বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছিলেন ঈশান। এ বারে তিনি বুচিবাবু দিয়ে ঘরোয়া ক্রিকেট শুরু করলেন। খেলবেন দলীপ ট্রফিও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৪ ২২:৪৪
Ishan Kishan

ঈশান কিশন। —ফাইল চিত্র।

ঝাড়খণ্ডের হয়ে বুচিবাবু প্রতিযোগিতায় খেলছেন ঈশান কিশন। অনেক দিন পর লাল বলের ক্রিকেটে ফিরলেন তিনি। ছ’বছর পর ফিরল বুচিবাবু প্রতিযোগিতাও। এক সময় এটাই ঘরোয়া ক্রিকেটে ছিল ভারতের সেরা প্রতিযোগিতা। পরে যদিও রঞ্জি ট্রফি চলে আসে।

Advertisement

ঝাড়খণ্ড বনাম মধ্যপ্রদেশ ম্যাচ শুরু হল বৃহস্পতিবার থেকে। সেই ম্যাচে তিনটি ক্যাচ নিলেন উইকেটরক্ষক ঈশান। তিনি লাল বলের ক্রিকেটে শেষ খেলেছিলেন গত বছর ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে। তার পর থেকে টেস্টে ভারতীয় দলে প্রথম একাদশে জায়গা হয়নি তাঁর। খেলেননি রঞ্জি ট্রফিও। এ বার তিনি ফিরলেন লাল বলের ক্রিকেটে। আর ফিরেই নজর কাড়লেন উইকেটরক্ষক হিসাবে।

ঝাড়খণ্ডের হয়ে বল করছিলেন বিবেকানন্দ তিওয়ারি। তাঁর বলে খোঁচা দিয়ে আউট হন চঞ্চল রাঠৌর। সেই ক্যাচ নেন ঈশান। ১৭১ বলে ৮৪ রান করা শুভম কুশাওয়ার ক্যাচও নেন ঈশান। বল করছিলেন আদিত্য সিংহ। এ ছাড়াও রামবীর গুরজরের ক্যাচ নেন ঈশান। বাঁদিকে শরীর ছুড়ে নেওয়া সেই ক্যাচ বুঝিয়ে দিয়েছে তিনি কতটা ফিট।

ঘরোয়া ক্রিকেট না খেলার জন্য বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছিলেন ঈশান। এ বারে তিনি বুচিবাবু দিয়ে ঘরোয়া ক্রিকেট শুরু করলেন। খেলবেন দলীপ ট্রফিও।

আরও পড়ুন
Advertisement