IPL Auction

আইপিএলের নিলাম: শেষ বেলায় বড় চমক কলকাতার, তুলে নিল বাংলাদেশের শাকিব, লিটনকে

শুক্রবার দেশি এবং বিদেশি মিলিয়ে ৪০৫ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ। কেউ আইপিএলে সুযোগ পাবেন, কেউ পাবেন না। কেউ হবেন কোটিপতি, কেউ থেকে যাবেন অবিক্রিত।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ২০:৪২
এই ট্রফির জন্য চলবে ১০ দলের লড়াই।

এই ট্রফির জন্য চলবে ১০ দলের লড়াই। ছবি: টুইটার

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ২০:৪২ key status

এ বারের নিলাম শেষ

timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ২০:৪১ key status

শাকিবকে তুলে নিল কলকাতা

১ কোটি ৫০ লক্ষ টাকায় শাকিবকে কিনে নিল কলকাতা। ১ কোটিতে বিক্রি হলেন জো রুট। তাঁকে নিল রাজস্থান।

Advertisement
timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ২০:১৮

কলকাতা নিল মনদীপকে

আরও এক ব্যাটারকে নিল কলকাতা। মনদীপ সিংহকে ৫০ লক্ষ টাকায় পেয়ে গেল তারা।

timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ২০:১৫ key status

লিটনকে তুলে নিল কলকাতা

বাংলাদেশের ব্যাটারকে তুলে নিল কলকাতা। ৫০ লক্ষ টাকায় তুলে নিল তারা।

Advertisement
timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৯:৩১

কলকাতা নিল ডেভিড উইজ়াকে

১ কোটি টাকাতে ডেভিড উইজ়াকে কিনে নিল কলকাতা।

timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৯:২৮

আইপিএলে আয়ারল্যান্ডের প্রথম ক্রিকেটার

৪ কোটি ৪০ লক্ষ টাকায় আয়াল্যান্ডের জোশুয়া লিটলকে নিল গুজরাত।

Advertisement
timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৯:২২

সুয়াশ শর্মাকে কিনল কলকাতা

২০ লক্ষ টাকায় স্পিনার সুয়াশ শর্মাকে কিনল কলকাতা। ১৯ বছরের তরুণ স্পিনার খেলবেন নাইটদের হয়ে।

timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৯:১০

মায়াঙ্ককে কিনল হায়দরাবাদ

অলরাউন্ডার মায়াঙ্ক ডাগার পেয়ে গেলেন ১ কোটি ৮০ লক্ষ টাকা। তাঁকে কিনে নিল হায়দরাবাদ।

timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৯:০৮

ময়াঙ্ক ডাগারের দাম ১ কোটি পার

২০ লক্ষ দাম ছিল ময়াঙ্ক ডাগারের। ভারতীয় অলরাউন্ডারকে নেওয়ার জন্য লড়াই চলছে রাজস্থান এবং হায়দরাবাদের বিরুদ্ধে। ১ কোটি পেরিয়ে গিয়েছে তাঁর দাম।

timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৯:০২

পীযূষকে নিল মুম্বই

৫০ লক্ষ টাকায় বিক্রি হলেন দুই স্পিনার। মুম্বই নিল পীযূষ চাওলাকে এবং লখনউ নিল অমিত মিশ্রকে।

timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৮:০৭

নিলামের মাঝে বিরতি

নিলামের মাঝে বিরতি। ৪৫ মিনিট পর শুরু হবে নিলাম। ক্রিকেটার বেছে নিতে বলা হয়েছে দলগুলিকে। বাছাই ক্রিকেটারদের নিয়ে নিলাম হবে।

timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৮:০৪

বাংলাদেশের পেসার তাসকিন অবিক্রিত

শাকিব, লিটনের পর বাংলাদেশের আরও এক ক্রিকেটার অবিক্রিত। তাসকিন আহমেদকেও নিল না কোনও দল।

timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৮:০০

মহম্মদ নবি অবিক্রিত

আফগানিস্তানের অধিনায়ক আপাতত অবিক্রিত। গত বার কলকাতা তাঁকে কিনলেও একটি ম্যাচেও খেলায়নি। এ বার কোনও দল নিলই না তাঁকে। নবি আইসিসির ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে থাকা অলরাউন্ডার।

timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৭:৫২

দিল্লি নিল মনিশ পাণ্ডেকে

২ কোটি ৪০ লক্ষ টাকায় মনিশকে কিনল দিল্লি।

timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৭:২৩ key status

মুকেশের দর উঠল ৫ কোটির উপর

মুকেশকে কিনে নিল দিল্লি। ৫ কোটি ৫০ লক্ষ দাম উঠল বাংলার পেসারের।

timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৭:১৮

গুজরাত কিনল মাভিকে

৬ কোটি টাকায় মাভিকে তুলে নিল গুজরাত। এই পেসারকে নেওয়া জন্য লড়ছিল কলকাতাও।

timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৭:১১ key status

পেসার বৈভবকে নিল কলকাতা

timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৭:০৫

গুজরাত কিনল শ্রীকর ভরতকে

হার্দিক পাণ্ড্যর দলে শ্রীকর ভরত। গুজরাত দলে রয়েছেন ঋদ্ধিমান সাহা। আরও এক ভারতীয় উইকেটরক্ষককে তুলে নিল গুজরাত।

timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৭:০৪

জগদীশনকে তুলে নিল কলকাতা

৯০ লক্ষ টাকায় উইকেটরক্ষক জগদীশনকে নিল কলকাতা।

timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৬:৫৪

অনামি বিভ্রান্তকে কিনে নিল হায়দরাবাদ

জম্মু-কাশ্মীরের বিভ্রান্ত শর্মাকে কিনে নিল হায়দরাবাদ। তাঁর দাম ছিল ২০ লক্ষ টাকা। কলকাতা তাঁকে কেনার চেষ্টা করলেও শেষ পর্যন্ত কিনল হায়দরাবাদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন