এই ট্রফির জন্য চলবে ১০ দলের লড়াই। ছবি: টুইটার
১ কোটি ৫০ লক্ষ টাকায় শাকিবকে কিনে নিল কলকাতা। ১ কোটিতে বিক্রি হলেন জো রুট। তাঁকে নিল রাজস্থান।
আরও এক ব্যাটারকে নিল কলকাতা। মনদীপ সিংহকে ৫০ লক্ষ টাকায় পেয়ে গেল তারা।
বাংলাদেশের ব্যাটারকে তুলে নিল কলকাতা। ৫০ লক্ষ টাকায় তুলে নিল তারা।
১ কোটি টাকাতে ডেভিড উইজ়াকে কিনে নিল কলকাতা।
৪ কোটি ৪০ লক্ষ টাকায় আয়াল্যান্ডের জোশুয়া লিটলকে নিল গুজরাত।
২০ লক্ষ টাকায় স্পিনার সুয়াশ শর্মাকে কিনল কলকাতা। ১৯ বছরের তরুণ স্পিনার খেলবেন নাইটদের হয়ে।
অলরাউন্ডার মায়াঙ্ক ডাগার পেয়ে গেলেন ১ কোটি ৮০ লক্ষ টাকা। তাঁকে কিনে নিল হায়দরাবাদ।
২০ লক্ষ দাম ছিল ময়াঙ্ক ডাগারের। ভারতীয় অলরাউন্ডারকে নেওয়ার জন্য লড়াই চলছে রাজস্থান এবং হায়দরাবাদের বিরুদ্ধে। ১ কোটি পেরিয়ে গিয়েছে তাঁর দাম।
৫০ লক্ষ টাকায় বিক্রি হলেন দুই স্পিনার। মুম্বই নিল পীযূষ চাওলাকে এবং লখনউ নিল অমিত মিশ্রকে।
নিলামের মাঝে বিরতি। ৪৫ মিনিট পর শুরু হবে নিলাম। ক্রিকেটার বেছে নিতে বলা হয়েছে দলগুলিকে। বাছাই ক্রিকেটারদের নিয়ে নিলাম হবে।
শাকিব, লিটনের পর বাংলাদেশের আরও এক ক্রিকেটার অবিক্রিত। তাসকিন আহমেদকেও নিল না কোনও দল।
আফগানিস্তানের অধিনায়ক আপাতত অবিক্রিত। গত বার কলকাতা তাঁকে কিনলেও একটি ম্যাচেও খেলায়নি। এ বার কোনও দল নিলই না তাঁকে। নবি আইসিসির ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে থাকা অলরাউন্ডার।
২ কোটি ৪০ লক্ষ টাকায় মনিশকে কিনল দিল্লি।
মুকেশকে কিনে নিল দিল্লি। ৫ কোটি ৫০ লক্ষ দাম উঠল বাংলার পেসারের।
৬ কোটি টাকায় মাভিকে তুলে নিল গুজরাত। এই পেসারকে নেওয়া জন্য লড়ছিল কলকাতাও।
হার্দিক পাণ্ড্যর দলে শ্রীকর ভরত। গুজরাত দলে রয়েছেন ঋদ্ধিমান সাহা। আরও এক ভারতীয় উইকেটরক্ষককে তুলে নিল গুজরাত।
৯০ লক্ষ টাকায় উইকেটরক্ষক জগদীশনকে নিল কলকাতা।
জম্মু-কাশ্মীরের বিভ্রান্ত শর্মাকে কিনে নিল হায়দরাবাদ। তাঁর দাম ছিল ২০ লক্ষ টাকা। কলকাতা তাঁকে কেনার চেষ্টা করলেও শেষ পর্যন্ত কিনল হায়দরাবাদ।