BGT 2024-25

মেলবোর্নে হেরে গেলেও সম্মান পেলেন বুমরাহ এবং নীতীশ, নাম উঠল ‘অনর বোর্ডে’

হারের পরেও ভারতের দুই ক্রিকেটার সম্মান পেলেন। শতরানকারী নীতীশ কুমার রেড্ডি এবং পাঁচ উইকেট নেওয়া জসপ্রীত বুমরাহের নাম উঠলে মেলবোর্নের ‘অনার বোর্ডে’।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৬:৩৫
MCG

মেলবোর্নের অনার বোর্ডে দুই ভারতীয় ক্রিকেটারের নাম। ছবি: এক্স।

মেলবোর্নে ভারতীয় দল হেরে যায় ১৮৪ রানে। সোমবার সেই হারের পরেও ভারতের দুই ক্রিকেটার সম্মান পেলেন। শতরানকারী নীতীশ কুমার রেড্ডি এবং পাঁচ উইকেট নেওয়া জসপ্রীত বুমরাহের নাম উঠলে মেলবোর্নের ‘অনার বোর্ডে’।

Advertisement

মেলবোর্নে দুই ইনিংস মিলিয়ে ন’টি উইকেট নিয়েছিলেন বুমরাহ। প্রথম ইনিংসে ৯৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন বুমরাহ। তিনি ৫৭ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন। টেস্টে ২০০ উইকেট নেওয়ার মাইলফলকও পার করেছিলেন তিনি। ৮৪৮৪ বলে ২০০টি টেস্ট উইকেট তুলে নিয়েছেন বুমরাহ। তাঁর থেকে কম বলে ২০০ উইকেট নিয়েছিলেন ওয়াকার ইউনিস (৭৭২৫), ডেল স্টেন (৭৮৪৮) এবং কাগিসো রাবাডা (৮১৫৩)। ২০২৪ সালে ১৩ টেস্টে ৭১টি উইকেট নিয়েছিলেন বুমরাহ। তাঁর নাম লেখা হয়েছে মেলবোর্নের ‘অনার বোর্ডে’।

নাম উঠেছে নীতীশেরও। শতরান করার জন্য নাম উঠেছে তাঁর। প্রথম বার মেলবোর্নে খেলতে নেমেই শতরান করেছেন তিনি। আট নম্বরে ব্যাট করতে নেমে শতরান করেন নীতীশ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফর্মে রয়েছেন তিনি। প্রথম টেস্ট থেকেই রান করছেন। ভারতীয়দের মধ্যে সবচেয়ে ধারাবাহিক তিনিই। মেলবোর্নে নীতীশের শতরানের কারণেই ম্যাচে ফিরেছিল ভারত। না হলে আরও আগে হেরে যেতে পারত দল।

Advertisement
আরও পড়ুন