India Vs West Indies

ওয়েস্ট ইন্ডিজ়ে হালকা মেজাজে ভারতীয় দল, কী করলেন হার্দিক-সূর্যকুমারেরা?

২৭ জুলাই থেকে শুরু হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় এক দিনের সিরিজ়। সাদা বলের ক্রিকেট খেলতে সে দেশে পৌঁছে গিয়েছেন হার্দিক, সূর্যকুমার, কুলদীপ, চহালেরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৩ ২০:৪৬
picture of Hardik Pandya and Suryakumar Yadav

(বাঁদিকে) হার্দিক পাণ্ড্য এবং সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।

ভারত-ওয়েস্ট ইন্ডিজ় টেস্ট সিরিজ় শেষ। তিন ম্যাচের এক দিনের সিরিজ় শুরু হবে ২৭ জুলাই থেকে। সাদা বলের ক্রিকেটের জন্য ওয়েস্ট ইন্ডিজ় পৌঁছে গিয়েছেন হার্দিক পাণ্ড্য, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, সূর্যকুমার যাদব, উমরান মালিকেরা।

এক দিনের সিরিজ় শুরুর কয়েক দিন আগেই ওয়েস্ট ইন্ডিজ় পৌঁছে গিয়েছেন হার্দিকেরা। শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। টেস্ট ক্রিকেটে দাপুটে পারফরম্যান্সের পর হালকা মেজাজে রয়েছেন ভারতীয় ক্রিকেটারেরা। ক্রিকেটীয় ব্যস্ততার ফাঁকে নানা ভাবে সময় কাটাচ্ছেন তাঁরা। অনেকে প্রথম বার ওয়েস্ট ইন্ডিজ় সফরে গিয়েছেন। ক্রিকেট মাঠের বাইরেও এই সফরকে উপভোগ করতে চাইছেন ভারতীয় ক্রিকেটারেরা।

Advertisement

মঙ্গলবার হার্দিক, সূর্যকুমার, কুলদীপ, চহাল, উমরানরা সমুদ্র স্নান সারলেন। ক্যারিবিয়ান সাগরের নীল জলে বেশ কিছু ক্ষণ সময় কাটালেন তাঁরা। ক্রিকেটারদের সঙ্গে ছিলেন ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। সমুদ্রের হাঁটু জলে দাঁড়িয়ে ছবিও তুলেছেন তাঁরা। সেই ছবি সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে ভারতীয় দলের পক্ষ থেকে।

ভারত-ওয়েস্ট ইন্ডিজ় প্রথম এক দিনের ম্যাচ ২৭ জুলাই ব্রিজটাউনে। তিন ম্যাচের এক দিনের সিরিজ়ের পর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে মুখোমুখি হবে দু’দল। টেস্ট সিরিজ় ১-০ ব্যবধানে জিতেছে রোহিত শর্মার দল।

Advertisement
আরও পড়ুন