বিরাট কোহলি। —ফাইল চিত্র।
অ্যাডিলেডে হারের পরেই অনুশীলনে নেমে পড়েছেন বিরাট কোহলি। তাঁর অনুশীলনের পদ্ধতিতে পরিবর্তন লক্ষ্য করছেন হরভজন সিংহ। বুঝিয়ে দিলেন কেন অনুশীলনে পরিবর্তন করছেন বিরাট।
অনুশীলনে বিরাটকে পিছনের পায়ে বেশি খেলতে দেখা গিয়েছে। অ্যাডিলেডে সামনের পায়ে খেলতে গিয়ে আউট হয়েছেন তিনি। ব্রিসবেনে বাউন্সের মোকাবিলা করার জন্যই পিছনের পায়ে খেলার অনুশীলন করছেন বিরাট। এমনটাই মত হরভজনের।
ভারতের পরের টেস্ট ব্রিসবেনে। যে পিচে ব্যাটারদের গতি এবং বাউন্স সমস্যা তৈরি করেছে বার বার। হরভজন বলেন, “নেটে বিরাটকে যেটুকু ব্যাট করতে দেখেছি এবং ওর সঙ্গে খেলে যেটা বুঝেছি, বিরাট সামনের পায়ে খেলতে পছন্দ করে। ভারতীয় পিচে যে বাউন্স পাওয়া যায় তাতে সামনের পায়ে খেলতেই হবে। কিন্তু অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা বরাবর পিছনের পায়ে ভাল খেলে। রিকি পন্টিং, স্টিভ ওয়, জাস্টিন ল্যাঙ্গার, ম্যাথু হেডেনের মতো ক্রিকেটারেরা পিছনের পায়ে ভাল খেলত। কারণ অস্ট্রেলিয়ার পিচে বাউন্স বেশি। সেই পিচে খেলতে খেলতে পিছনের পায়ে ভাল খেলার অভ্যেস হয়ে গিয়েছে অস্ট্রেলিয়ার ব্যাটারদের। বিরাট সেটারই অনুশীলন করছে।”
১৪ ডিসেম্বর থেকে শুরু তৃতীয় টেস্ট। হরভজনের আশা তৃতীয় টেস্টে আবার রানে ফিরবেন বিরাট। পার্থে শতরান করেন তিনি। কিন্তু অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র ১৮ রান করেন বিরাট। ব্রিসবেনে তিনি রান না করলে ভারতের মিডল অর্ডারে আবার সমস্যা তৈরি হবে। পিছনের পায়ে খেললে বাউন্সারের বিরুদ্ধে অনেক সহজে খেলতে পারবেন বিরাট। হরভজন বলেন, “অনুশীলনে অনেক বলেই পিছনের পায়ে খেলল বিরাট। শর্ট লেংথের বলের বিরুদ্ধে পিছনের পায়েই খেলল ও। তবে ফুল লেংথের বলের বিরুদ্ধে সামনের পায়েই খেলছিল বিরাট।”