FIFPRO World 11

নেই রোনাল্ডো, মেসি! বিশ্বের সেরা একাদশে বাদ সর্বোচ্চ গোলদাতা এবং বিশ্বকাপজয়ী অধিনায়ক

প্রথম জন বিশ্বকাপজয়ী অধিনায়ক। দ্বিতীয় জন বিশ্ব ফুটবলে সবচেয়ে বেশি গোল করেছেন। কিন্তু মেসি এবং রোনাল্ডোকে বাদ দিয়েই তৈরি হল বিশ্বের সেরা একাদশ। ৭০টি দেশের ফুটবলারের ভোটে এগিয়ে গেলেন কারা?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১২:১৪
Cristiano Ronaldo and Lionel Messi

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিয়োনেল মেসি। —ফাইল চিত্র।

এই বছরের বিশ্বের সেরা একাদশে জায়গা হল না লিয়োনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। প্রথম জন বিশ্বকাপজয়ী অধিনায়ক। দ্বিতীয় জন বিশ্ব ফুটবলে সবচেয়ে বেশি গোল করেছেন। কিন্তু তাঁদের বাদ দিয়েই তৈরি হল বিশ্বের সেরা একাদশ। ৭০টি দেশের ফুটবলারের ভোটে এগিয়ে গেলেন কারা?

Advertisement

এর আগে ২৬ জন ফুটবলার ছিলেন সেরা একাদশে ঢোকার লড়াইয়ে। সেই তালিকায় ছিলেন মেসি এবং রোনাল্ডো। মেসি খেলেন আমেরিকার ক্লাব ইন্টার মায়ামির হয়ে। তালিকার বাকি ২৪ জনই ইংল্যান্ড, জার্মানি, স্পেন এবং ফ্রান্সের ক্লাবে খেলা ফুটবলার। ইটালি বা লাতিন আমেরিকার ক্লাবে খেলা কোনও ফুটবলার ২৪ জনের তালিকায় ছিলেন না। সেরা একাদশে যদিও মাত্র তিনটি ক্লাবের ফুটবলার রয়েছেন। রিয়াল মাদ্রিদ থেকে ছ’জন, ম্যাঞ্চেস্টার সিটি থেকে চার জন এবং লিভারপুল থেকে এক জন রয়েছেন বিশ্বের সেরা একাদশে।

প্রথমে ২৬ জনের যে তালিকা প্রকাশ হয়েছিল, সেখানে স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদের ৮ জন ফুটবলার বিশ্বের সেরা একাদশে ঢোকার দৌড়ে ছিলেন। ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার সিটির সাত জন ছিলেন সেই তালিকায়। বার্সেলোনা থেকে মাত্র এক জন ফুটবলার সেই তালিকায় ছিলেন। সেরা একাদশে সেই সব ফুটবলার রয়েছেন, যাঁরা নিজেদের বিভাগে বেশি ভোট পেয়েছেন। গোলরক্ষক, ডিফেন্ডার, মিডফিল্ডার এবং স্ট্রাইকার এই চারটি ভাগে ভাগ করা হয়েছে ফুটবলারদের। প্রথম একাদশে রইলেন কারা?

গোলরক্ষক- এডেরসন (ম্যাঞ্চেস্টার সিটি)

ডিফেন্ডার- দানি কার্ভাহাল (রিয়াল মাদ্রিদ), ভির্জিল ভান ডিহিক (লিভারপুল) এবং অ্যান্তোনিয়ো রুডিগার (রিয়াল মাদ্রিদ)

মিডফিল্ডার- জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ), কেভিন ডি ব্রুইন (ম্যাঞ্চেস্টার সিটি), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ) এবং রদ্রি (ম্যাঞ্চেস্টার সিটি)

স্ট্রাইকার- এর্লিং হালান্ড (ম্যাঞ্চেস্টার সিটি), কিলিয়ান এমবাপে (রিয়াল মাদ্রিদ) এবং ভিনিসিয়স জুনিয়র (রিয়াল মাদ্রিদ)

Advertisement
আরও পড়ুন