বিরাট কোহলি। —ফাইল চিত্র।
ব্রিসবেনে চতুর্থ দিনের সকালে রোহিত শর্মা এবং লোকেশ রাহুল ব্যাট করতে নামেন। তাঁরা যখন মাঠে ভারতের ইনিংস গড়ার চেষ্টা করছেন, তখন সাজঘরে বসে তাঁদের ব্যাটিং দেখলেনই না বিরাট কোহলি এবং শুভমন গিল। নেটে অনুশীলন করতে নেমে পড়েন দু’জন।
মঙ্গলবার টেস্টের চতুর্থ দিন। বৃষ্টির কারণে বেশির ভাগ সময়ই খেলা হয়নি। তাতেও ভারতীয় দল যথেষ্ট চাপে। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৪৫ রান করে। ভারত সেখানে তৃতীয় দিনের শেষে ৫১ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল। বিরাট ৩ রান করেন। শুভমন করেন ১ রান। তাঁদের ব্যাট দলকে একেবারেই ভরসা দিতে পারেনি। এমন পরিস্থিতিতে নেটে নিজেদের ভুল শুধরে নেওয়ার চেষ্টা করলেন তাঁরা।
ধারাভাষ্যকার হরভজন সিংহ দেখান বিরাটদের অনুশীলন। ভারতের দুই ব্যাটার নেটে যে সময় ব্যাট করছিলেন, সেই সময় পেসারদের বল করতে দেখা যায়। প্রসিদ্ধ কৃষ্ণও বল করছিলেন বিরাটদের। ফর্মে ফেরার জন্য মরিয়া তাঁরা। সেই কারণেই আউট হওয়ার পর নেটে নেমে পড়লেন অনুশীলন করতে। কারণ দ্বিতীয় ইনিংসে তাঁরা রান না পেলে দল আবার বিপদে পড়বে।
হরভজন বলেন, “প্রচুর বল খেলছে ওরা। কেন? এই সিরিজ়ে খুব বেশি রান পায়নি। বিরাট এবং শুভমনের ব্যাটে রান প্রয়োজন ভারতের। ভারতীয় দল যখন ম্যাচে ব্যাট করছে, সেই সময়ও ওদের ব্যাট করতে দেখে ভাল লাগল। প্রচুর বল খেলছে ওরা। ফর্মে না থাকলে এই ধরনের অনুশীলন কাজে দেয়।”
পার্থে দ্বিতীয় ইনিংসে শতরান করেছিলেন বিরাট। কিন্তু তাঁর ব্যাটে ধারাবাহিকতা নেই। ওই একটি ইনিংস বাদ দিয়ে রান করতে পারেননি কোথাও, যা ভারতীয় দলের জন্য চিন্তার কারণ হয়ে গিয়েছে। বার বার অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছুঁইয়ে আউট হচ্ছেন তিনি।