ডিং লিরেনের বিরুদ্ধে জয় ডি গুকেশের। —ফাইল চিত্র।
সর্বকনিষ্ঠ হিসাবে দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন ডি গুকেশ। কিন্তু তাঁর প্রতিদ্বন্দ্বী চিনের ডিং লিরেন ইচ্ছাকৃত ভাবে হেরেছেন? এমনটাই অভিযোগ তোলা হয়েছিল সেই দাবাড়ুর বিরুদ্ধে। লিরেন যদিও সেই দাবি উড়িয়ে দিলেন।
গুকেশ এবং লিরেনের লড়াই চলে ক্লাসিক্যালের শেষ ম্যাচ পর্যন্ত। যে ম্যাচে চিনের প্রতিযোগীকে হারিয়ে দেন ভারতীয় দাবাড়ু। ১৪তম ম্যাচে জিতে ৭.৫ পয়েন্টে পৌঁছে যান গুকেশ। তাতেই জিতে নেন দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ। লিরেন বলেন, “আমি সব রকম ভাবে চেষ্টা করেছিলাম। সময় নিয়েছি সেই কারণেই। শুরুতে অনেক সময় নিয়ে খেলছিলাম। এমন পরিস্থিতিতে আগে কখনও পড়তে হয়নি। কী হচ্ছে বোঝার চেষ্টা করছিলাম। কি ভাবে খেলব ভাবছিলাম। কখনও ভাল খেলেছি, কখন খেলা তৈরি করতে পারিনি।”
কী অভিযোগ উঠেছিল লিরেনের বিরুদ্ধে? রাশিয়ার দাবা সংস্থার প্রধান আন্দ্রে ফিলাতভের অভিযোগ, ডিং লিরেন ইচ্ছাকৃত ভাবে ম্যাচ হেরেছেন। যে কারণে ফিডে-কে তদন্ত শুরু করতে অনুরোধ করেছেন তিনি। রাশিয়ার এক সংবাদ সংস্থা এমনটা জানিয়েছে।
ফিলাতভের অভিযোগ, “বিশ্বচ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচ সকলকে অবাক করে দিয়েছে। চিনের দাবাড়ু যে ভাবে হেরেছেন তা সন্দেহজনক। এটা নিয়ে ফিডে-র তদন্ত করা উচিত। লিরেন ম্যাচটা যে জায়গা থেকে হেরেছে, তা এক জন প্রথম শ্রেণির দাবাড়ুর পক্ষেও হারা কঠিন। চিনের দাবাড়ুর এই হার ইচ্ছাকৃত বলে মনে হচ্ছে।”