শনিবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে অরবিন্দ কেজরীওয়াল। ছবি: পিটিআই।
দিল্লিতে ক্ষমতায় ফিরলে ভাড়াটেদেরও বিনামূল্যে বিদ্যুৎ এবং জল দেওয়া হবে। শনিবার এমনটাই ঘোষণা করলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীওয়াল। তিনি জানিয়েছেন, দিল্লিতে তাঁর দল ক্ষমতায় ফিরলে বিনামূল্যে বিদ্যুতের সুবিধা পাবেন ভাড়াটেরাও। জলের ক্ষেত্রেও সরকারি পরিষেবার আওতায় আনা হবে ভাড়াটেদের।
শনিবার কেজরী জানান, দিল্লির বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে একটি সমস্যার কথা জানতে পেরেছেন তিনি। প্রতি ক্ষেত্রেই ভাড়াটেরা তাঁর কাছে জল এবং বিদ্যুতের সুবিধা না-পাওয়ার অনুযোগ করেছেন। কেজরী বলেন, ‘‘আমি যেখানেই যাই, যাঁরা ভাড়া থাকেন, তাঁরা আমার কাছে নানা অনুযোগ করেন। তাঁরা জানান, তাঁরা দিল্লিতে ভাল স্কুল, ভাল হাসপাতালের সুবিধা পেলেও বিদ্যুৎ এবং জল সংক্রান্ত সরকারি পরিষেবা থেকে বঞ্চিত। ক্ষমতায় ফিরলে ভাড়াটেরাও যাতে এই ধরনের পরিষেবার আওতায় আসেন, আমরা তা নিশ্চিত করব।’’
আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগণনা হবে ৮ ফেব্রুয়ারি। তার আগে রাজনৈতিক দলগুলির প্রচার এবং প্রস্তুতি তুঙ্গে। দিল্লিতে এ বার কোনও জোটে থাকতে চাননি কেজরী। লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের শরিক হয়েছিল তাঁর দল। কিন্তু দিল্লির নির্বাচনের দিন ঘোষণার অনেক আগেই তিনি জানিয়ে দেন, তাঁর দল একা লড়বে এবং সব আসনে প্রার্থী দেবে। দিল্লিতে কংগ্রেস এবং বিজেপির সঙ্গেই আপের মূল লড়াই। এই পরিস্থিতিতে একের পর এক প্রকল্পের কথা ঘোষণা করছেন কেজরী। মহিলাদের মাসে ২১০০ টাকা করে আর্থিক সাহায্য, বয়স্কদের বিনামূল্যে চিকিৎসা, অটোচালকদের ১০ লক্ষ টাকার বিমা এবং আরও অনেক পরিষেবার কথা জানিয়েছেন তিনি। সেই তালিকাতেই নতুন সংযোজন হল শনিবার। ভাড়াটেদেরও সমান সুবিধার আশ্বাস দিলেন আপ প্রধান।
দিল্লি বিধানসভায় মোট আসনের সংখ্যা ৭০। প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল ১৭ জানুয়ারি। ২০ তারিখ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করার সুযোগ পাবেন তাঁরা।