ICC World Cup 2023

‘টেস্ট ম্যাচের উইকেট!’ ‘ঘরের মাঠের’ ২২ গজ দেখে কেন বিস্মিত জাডেজা?

চেন্নাইয়ের ২২ গজ তাঁর হাতের তালুর মতো চেনা। চেন্নাইয়ের উইকেট তাঁর বলের কথা শোনে। রবিবারও শুনেছে। তবু বিশ্বকাপের উইকেটের চরিত্র বিস্মিত করেছেন জাডেজাকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৩ ১৪:২২
picture of Ravindra Jadeja

রবীন্দ্র জাডেজা। ছবি: এএফপি।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই বল হাতে সাফল্য পেয়েছেন রবীন্দ্র জাডেজা। অস্ট্রেলিয়ার ৩ উইকেট নিয়ে রবিবার উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা গিয়েছিল তাঁকে। তবু ‘ঘরের মাঠের’ উইকেট দেখে খুশি নন তিনি। জডেজা বলেছেন, টেস্ট ম্যাচের মতো উইকেট দেওয়া হয়েছে বিশ্বকাপে।

Advertisement

চেন্নাই শুধু রবিচন্দ্রন অশ্বিনের ঘরের মাঠ নয়। আইপিএলের সুবাদে জাডেজারও ঘরের মাঠ। সেই মাঠেই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলেছেন। ব্যাট করার প্রয়োজন না হলেও পুরো ১০ ওভার বল করেছেন। ২৮ রানে ৩ উইকেট নেওয়া জাডেজা ২টি ওভার মেডেনও পেয়েছেন। তবু বিশ্বকাপে চেন্নাইয়ের ২২ গজ নিয়ে খুশি নন অভিজ্ঞ অলরাউন্ডার।

রবিবার ম্যাচের পর বিস্ময় গোপন করেননি জাডেজা। তিনি বলেছেন, ‘‘প্রথম ওভার বল করতে গিয়েই বল থমকে পৌঁছচ্ছে। কিছুটা মন্থর হয়ে যাচ্ছে পিচে পড়ার পর। ভেবেছিলাম দুপুরের গরমে উইকেট শুকিয়ে যাওয়ায় মন্থর হয়ে গিয়েছে। গরম কমলে সন্ধার দিকে উইকেট ভাল আচরণ করবে বলে মনে করেছিলাম। কিছু বল পড়ে ঘুরছিল। আবার কিছু বল সোজা চলে যাচ্ছিল। এই রকম উইকেটে ব্যাটারদের বলের লাইন বুঝতে অসুবিধা হয়। তাই উইকেটের ঠিক জায়গা বল রাখার পরিকল্পনা করেছিলাম। স্টিভ স্মিথ যে বলে আউট হয়েছে, সেটা একটু বেশিই ঘুরেছিল। উইকেটের চরিত্রের জন্যই ঘুরে ছিল বলটা।’’

জাডেজা আরও বলেছেন, ‘‘কয়েকটা বল করেই মনে হয়েছিল, এক দম টেস্ট ম্যাচের বোলিং উইকেট। তাই বেশি কিছু চেষ্টা করার কথা ভাবিনি। পরীক্ষাও করতে চাইনি। কারণ যা করার উইকেট-ই করে দিচ্ছিল। শুধু উইকেটে বল রাখার চেষ্টা করেছি।’’ বিশ্বকাপে এমন উইকেট আশা করেননি জাডেজা। তাই চেন্নাইয়ের চেনা ২২ গজের চরিত্র তাঁকে কিছুটা অবাক করেছে। যদিও দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি জাডেজা।

এর আগে ধর্মশালার আউট ফিল্ড নিয়ে প্রশ্ন উঠেছিল। এ বার প্রশ্ন তৈরি হল চেন্নাইয়ের উইকেট নিয়ে। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে ক্রিকেটার নিরাপত্তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। স্বভাবতই বিশ্বকাপ আয়োজন নিয়ে প্রশ্নের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড।

Advertisement
আরও পড়ুন