BGT 2024-25

ছেলেকে কোলে নিয়ে রাহুলের খেলা দেখেছি, ও-ই ওপেন করবে, আমি পরে নামব, ঘোষণা রোহিতের

অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে নামবেন কেএল রাহুলই। ম্যাচের এক দিন আগে এ কথা বললেন অধিনায়ক রোহিত শর্মা। কেন এই সিদ্ধান্ত সেটাও ব্যাখ্যা করেছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ১৩:৫০
cricket

রোহিত শর্মা। — ফাইল চিত্র।

অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে নামবেন কেএল রাহুলই। ম্যাচের এক দিন আগে এ কথা বললেন অধিনায়ক রোহিত শর্মা। তাঁর মতে, যে কৌশলে সাফল্য এসেছে তা অহেতুক বদলে দেওয়ার কোনও মানে নেই। তিনি নিজে যে মিডল অর্ডারে নামবেন সেটাও জানিয়েছেন রোহিত।

Advertisement

ভারতের অধিনায়ক বলেছেন, “বাড়িতে বসে ছেলেকে কোলে নিয়ে কেএলের ব্যাটিং দেখছিলাম। অসাধারণ খেলেছে ও। তাই এই মুহূর্তে ওর ব্যাটিং পজিশন বদলানোর কোনও দরকার নেই। কেএলই ওপেন করার যোগ্য ক্রিকেটার।”

এখানেই না থেমে রোহিত আরও বলেছেন, “কেএলের ওপেন করা নিয়ে কোনও দ্বিমত নেই। যশস্বী এবং ওর ওপেনিং জুটিই প্রথম টেস্টে আমাদের জিততে সাহায্য করেছে। যে ভাবে বিদেশের মাটিতে ও ব্যাট করে তা প্রশংসনীয়। আমি মাঝের দিকে কোথাও একটা নামব। এই সিদ্ধান্ত নিতে খুব একটা সমস্যাই হয়নি। ব্যক্তিগত ভাবে আমার পক্ষে নীচের দিকে খেলা কঠিন। তবে দলের বিচারে এই সিদ্ধান্ত খুবই সহজ ছিল।”

অ্যাডিলেড টেস্টের প্রথম একাদশ ঘোষণা করেননি রোহিত। তবে যা বলেছেন তাতে বোঝা গিয়েছে, অ্যাডিলেডেও প্রথম একাদশে জায়গা হচ্ছে না রবিচন্দ্রন অশ্বিন বা রবীন্দ্র জাডেজার।

রোহিতের কথায়, “প্রথম টেস্টে আমি ছিলাম না। তাই নিজে গিয়ে অশ্বিন বা জাডেজাকে দলে না রাখার কথা বলতে পারিনি। দল পরিচালন সমিতি যেটা ভাল বুঝেছে সেটাই করেছে। পিচ অনুযায়ীই দল সাজাতে হয়। আমি নিশ্চিত সিরিজ়ে পরের দিকে কোনও না কোনও সময় ওরা ভূমিকা পালন করবে। ভারতকে অতীতে অনেক ভাবে সাহায্য করেছে ওরা। পিচ দেখেই আমরা সিদ্ধান্ত নেব।”

একই সঙ্গে ওয়াশিংটন সুন্দরকে দলের সম্পদ বলে উল্লেখ করেছেন রোহিত। বলেছেন, “গত সফরে অস্ট্রেলিয়ায় এসেছিল ওয়াশিংটন। রান করার পাশাপাশি উইকেটও নিয়েছিল। দুর্ভাগ্যবশত চোট পায়। অসাধারণ অলরাউন্ডার। ওর মতো ক্রিকেটার থাকলে দল আত্মবিশ্বাসী হয়।”

Advertisement
আরও পড়ুন