BGT 2024-25

অস্ট্রেলিয়া দলে এক বদল, অ্যাডিলেডে নামার এক দিন আগেই প্রথম একাদশ ঘোষণা কামিন্সের

শুক্রবার থেকে শুরু অ্যাডিলেড টেস্ট। তার ২৪ ঘণ্টা আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। প্রত্যাশিত যে বদল ছিল সেটাই হল। সমালোচিত ব্যাটার বা হালকা চোট থাকা অলরাউন্ডার, কাউকেই বাদ দেওয়া হল না।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ১৩:১২
cricket

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। — ফাইল চিত্র।

শুক্রবার থেকে শুরু অ্যাডিলেড টেস্ট। তার ২৪ ঘণ্টা আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। প্রত্যাশিত যে বদল ছিল সেটাই হল। সমালোচিত ব্যাটার বা হালকা চোট থাকা অলরাউন্ডার, কাউকেই বাদ দেওয়া হল না। বোঝা গিয়েছে, দু’জনকেই দ্বিতীয় বার সুযোগ দিতে চাইছে অস্ট্রেলিয়া।

Advertisement

পার্‌থ টেস্টের পর চোটের কারণে ছিটকে গিয়েছিলেন জশ হেজ়লউড। তাঁর জায়গায় অ্যাডিলেডে খেলবেন স্কট বোলান্ড। বাকি দল একই রয়েছে। অর্থাৎ, ফর্ম হারানো মার্নাস লাবুশেন বা অলরাউন্ডার মিচেল মার্শ, দু’জনেই দলে থাকছেন। পিঠে ব্যথা থাকায় প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে পুরোদমে বল করতে পারেননি মার্শ।

প্রধানমন্ত্রী একাদশের হয়ে খেললেও উইকেট পাননি বোলান্ড। তাঁর সম্পর্কে অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, “অ্যাডিলেডের পিচ যে রকম তাতে স্কটির বল করতে সুবিধা হবে। গত বারও ও তৈরি ছিল। তবে কোনও ম্যাচে সুযোগ পায়নি। অনেক দিন হয়ে গেল ও খেলেনি। দু’দিন আগে ক্যানবেরায় প্রস্তুতি ম্যাচে ভাল বল করেছে। ওর নিজেরও প্রস্তুতি ভাল হয়েছে। ও দলে ফেরায় আমরা সকলেই খুশি। অধিনায়ক হিসাবে স্কটির মতো বোলারকে আমরা সব সময়ে দলে চাই।”

ইদানীং অনুশীলনেও বল করেননি মার্শ। তবে কামিন্স আশাবাদী, অ্যাডিলেডে মার্শকে বল করতে দেখা যাবে। বলেছেন, “গত দু’দিন ধরে চিকিৎসকদের সঙ্গে কথা বলেই ওকে দলে নিয়েছি। ভেবেচিন্তেই ওকে দিয়ে অনুশীলনে বল করানো হয়নি। তবে দরকারে ও নিশ্চয়ই বল করবে। মার্শের চোট খুব বড় চিন্তার কারণ নয়।”

Advertisement
আরও পড়ুন