T20 World Record

৪৩ দিনও টিকল না আগের বিশ্বরেকর্ড! টি২০ ক্রিকেটে ৩৪৯ রান তুলে নতুন নজির ভারতে

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিশ্বরেকর্ড। সিকিমের বিরুদ্ধে ২০ ওভারে ৩৪৯ রান তুলল বরোদা। টি-টোয়েন্টি ফরম্যাটে এটাই সর্বোচ্চ রান। আগের রেকর্ড ছিল জ়িম্বাবোয়ের। ৪৩ দিনের মধ্যে ভেঙে গেল সেই বিশ্বরেকর্ড।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ১২:১৪
cricket

জয়ের পর অধিনায়ক ক্রুণাল পাণ্ড্যের (বাঁ দিকে) নিজস্বীতে গোটা বরোদা দল। ছবি: সমাজমাধ্যম।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিশ্বরেকর্ড। সিকিমের বিরুদ্ধে ২০ ওভারে ৩৪৯ রান তুলল বরোদা। টি-টোয়েন্টি ফরম্যাটে এটাই সর্বোচ্চ রান। আগের রেকর্ড ছিল জ়িম্বাবোয়ের। ৪৩ দিনের মধ্যে ভেঙে গেল সেই বিশ্বরেকর্ড। বরোদার বিশ্বরেকর্ডে বড় ভূমিকা নিয়েছেন ভানু পানিয়া। ৫১ বলে ১৩৪ রান করেছেন তিনি। পাশাপাশি টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বাধিক ছয়ের নজিরও হয়েছে এ দিন।

Advertisement

দুর্বল সিকিমের বিরুদ্ধে শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করে বরোদা। কোনও বোলারকেই রেয়াত করছিল না তারা। পানিয়ার ১৩৪ রানের ইনিংসে রয়েছে ১৫টি ছয়। পাশাপাশি পাঁচটি চার মেরেছেন তিনি। বরোদার প্রত্যেক ব্যাটারই উল্লেখযোগ্য রান করেছেন।

শিবালিক শর্মা (১৭ বলে ৫৫), অভিমন্যু সিংহ (১৭ বলে ৫৩), বিষ্ণু সোলাঙ্কি (১৬ বলে ৫০) এবং শ্বাশ্বত রাওয়াত (১৬ বলে ৪৩) অবদান রাখেন। সবাই মিলে ৩৭টি ছয় এবং ১৮টি চার মেরেছেন। আগে ব্যাট করতে নেমে ৫.১ ওভারে ৯২ তুলে ফেলে বরোদা। ষষ্ঠ ওভারে দুই ওপেনার ফিরলেও ছন্দ হারায়নি। তৃতীয় উইকেটে ৯৪ রানের জুটি এবং পঞ্চম উইকেটে ৮৮ রানের জুটি বরোদাকে বিশ্বরেকর্ড গড়তে সাহায্য করেছে।

টি-টোয়েন্টিতে প্রথম বার ৩০০ পেরিয়েছে নেপাল। গত বছর এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিরুদ্ধে ৩১৪/৩ তুলেছিল তারা। সেই রেকর্ড ভেঙে দেয় জ়িম্বাবোয়ে। এ বছর ২৩ অক্টোবর গাম্বিয়ার বিরুদ্ধে ৩৪৪/৪ তোলে তারা। বরোদা সেই নজিরও ভেঙে দিয়েছে। টেস্ট খেলিয়ে দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি রান ভারতের। তারা অক্টোবরে বাংলাদেশের বিরুদ্ধে ২৯৭/৬ তুলেছিল।

Advertisement
আরও পড়ুন