BGT 2024-25

বাকিরা ১৯ উইকেট, বুমরা একাই ১৮, অস্ট্রেলিয়ায় কেন ব্যর্থ সিরাজেরা? উত্তর দিলেন যশপ্রীত

এ বার অস্ট্রেলিয়া সিরিজ়‌ে মহম্মদ সিরাজ, হর্ষিত রানা বা আকাশ দীপেরা প্রত্যাশিত সাফল্য পাচ্ছেন না। বুমরার মতে, বাকিদের সময় দিতে হবে। কারণ দলটা একটা রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ১৭:০৫
cricket

যশপ্রীত বুমরা। — ফাইল চিত্র।

এ বার অস্ট্রেলিয়া সিরিজ়‌ে এখনও পর্যন্ত বাকি ভারতীয় পেসারেরা ১৯টি উইকেট পেয়েছেন। সেখানে যশপ্রীত বুমরা একাই ১৮টি উইকেট পেয়েছেন। মহম্মদ সিরাজ, হর্ষিত রানা বা আকাশ দীপেরা প্রত্যাশিত সাফল্য পাচ্ছেন না। গত বারের সিরাজকে এ বার খুঁজে পাওয়া যাচ্ছে না। বুমরার মতে, বাকিদের সময় দিতে হবে। কারণ দলটা একটা রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে।

Advertisement

পার্‌থের পর ব্রিসবেনেও ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন বুমরা। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ছয় উইকেট পেয়েছেন তিনি। বুমরার স্পেল শেষ হলেই বাকিরা অস্ট্রেলিয়ার উইকেট তুলতে গিয়ে চাপে পড়ছেন। বিপক্ষও সেই সুযোগে যতটা পারছে রান বাড়িয়ে নিচ্ছে।

তৃতীয় দিনের খেলা শেষের পর বুমরা বলেছেন, “দলে আমরা একে অপরের দিকে আঙুল তুলি না। এটা করতে হবে, ওটা করতে হবে, ও সব বলে চাপে ফেলি না। বোলিং বিভাগ একটা রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি ওদের সাহায্য করার চেষ্টা করছি। ওরা আরও ভাল বল করবে।”

বুমরা আরও বলেছেন, “দলে ১১ জন ক্রিকেটার রয়েছে। আমি কখনও ভাবি না সব আমাদেরই করতে হবে। আবারও বলছি, এটা নতুন দল। একটা নতুন যাত্রা শুরু করেছি। সবাইকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। নিজেকেই নিজের উন্নতি শিখতে হবে।”

ব্রিসবেনে সবচেয়ে ছন্দহীন লেগেছে সিরাজকে। তাঁর বোলিং খেলতে অস্ট্রেলিয়ানদের একটুও সমস্যা হয়নি। যদিও সতীর্থের পাশে দাঁড়িয়ে বুমরা বলেছেন, “আমাদের মধ্যে কথা হয়। এই ম্যাচের আগে ও ভালই বল করেছে। হালকা চোট নিয়েও বল করে গিয়েছে। ওর লড়াকু মানসিকতা দলের সবার পছন্দ। কখনও আপনি ভাল করবেন কখনও খারাপ। আমি ওকে বলেছি নিজেকে শান্ত রাখতে।”

Advertisement
আরও পড়ুন