শুভমন গিল। —ফাইল চিত্র।
অস্ট্রেলিয়া সিরিজ় শুরু হওয়ার আগে ধাক্কা ভারতীয় দলে। প্রস্তুতি ম্যাচে ফিল্ডিং করার সময় বাঁ হাতের বুড়ো আঙুলে চিড় ধরেছে শুভমন গিলের। চোট গুরুতর। ফলে পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে পারবেন না তিনি। শুভমন চোট পাওয়ার পরেই সংশয় ছিল শুভমনের খেলা নিয়ে। সেই সংশয় সত্যি হল।
ভারতীয় ক্রিকেট বোর্ড এই বিষয়ে কিছু ঘোষণা না জানালেও বোর্ডের এক আধিকারিক বলেন, “শুভমনের আঙুলের অবস্থা ভাল নয়। স্ক্যান করা হয়েছে। আঙুলে চিড় ধরেছে। ওর সুস্থ হয়ে উঠতে অন্তত দু’সপ্তাহ সময় লাগবে। তাই প্রথম টেস্টে ও খেলতে পারবে না। প্রথম ও দ্বিতীয় টেস্টের মাঝে লম্বা বিরতি রয়েছে। আশা করছি দ্বিতীয় টেস্টের আগে শুভমন সুস্থ হয়ে উঠবে।”
সিরিজ় শুরুর আগে শুভমনের চোট বড় ধাক্কা দিয়েছে ভারতীয় দলে। অধিনায়ক রোহিত শর্মা এখনও দলের সঙ্গে যোগ দেননি। তিনি প্রথম টেস্ট খেলবেন কি না তা নিশ্চিত নয়। শুভমন না খেললে টপ অর্ডারে দেখা যেতে পারে লোকেশ রাহুলকে। তবে প্রস্তুতি ম্যাচে তাঁরও চোট লেগেছে। সেই চোট অবশ্য গুরুতর নয় বলেই জানা গিয়েছে।
শুভমনের পাশাপাশি রোহিতও খেলতে না পারলে ভারতের টপ অর্ডার দুর্বল হয়ে যাবে। রোহিত না খেললে ওপেনিংয়ে নামতে পারেন রাহুল। শুভমন না থাকায় বাংলার অভিমন্যু ঈশ্বরণ খেলতে পারেন। তাঁকে শুরুতে রোহিতের জায়গায় ভাবা হচ্ছিল। পরিবর্তিত পরিস্থিতিতে অভিমন্যুকে এক ধাপ নীচে খেলতে হতে পারে। কারণ ভারতের হাতে আর বিকল্প নেই। এই পরিস্থিতিতে বিরাট কোহলি, ঋষভ পন্থদের দায়িত্ব আরও বেড়েছে। সিরিজ়ের শুরুটা ভাল করতে হলে তাঁদের ভাল খেলতে হবে।