India vs West Indies 2022

Rohit Sharma: দেখিয়ে দিলাম প্রথমে ব্যাট করতেও ভয় পাই না, ক্যারিবিয়ানদের চুনকাম করে বললেন রোহিত

এক দিনের সিরিজের পর এ বার টি-টোয়েন্টি সিরিজেও কায়রন পোলার্ডদের চুনকাম করল ভারত। রোহিত শর্মার দল শেষ টি-টোয়েন্টি ম্যাচ জিতল ১৭ রানে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২২ ২৩:৪০
ট্রফি হাতে রোহিত শর্মা।

ট্রফি হাতে রোহিত শর্মা। ছবি টুইটার।

এক দিনের সিরিজের পর এ বার টি-টোয়েন্টি সিরিজেও কায়রন পোলার্ডদের চুনকাম করল ভারত। রোহিত শর্মার দল শেষ টি-টোয়েন্টি ম্যাচ জিতল ১৭ রানে। তার থেকেও বড় ব্যাপার, শেষ দু’টি ম্যাচে জয় এসেছে টসে হেরে প্রথমে ব্যাটে। ম্যাচের পর তাই রোহিত বললেন, এই দল এখন আর প্রথমে ব্যাট করতে ভয় পায় না।

রোহিতের কথায়, “রান তাড়া করি বা প্রথমে ব্যাট করি, আমাদের সামনে সব সময় একটা চ্যালেঞ্জ থাকে। আমরা প্রতিদিন উন্নতি করতে চাই। আমাদের মাঝের সারির ব্যাটাররা প্রায় সবাই নতুন। তাই চেয়েছিলাম যাতে পরিকল্পনা ঠিক ঠাক কাজে লাগাতে পারি। সিরিজ জিতে খুবই খুশি। যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে।”

Advertisement

প্রথম দলের একাধিক ক্রিকেটার রবিবার দলে ছিলেন না। তাতেও জিততে অসুবিধা নিয়ে। এই প্রসঙ্গে রোহিত বললেন, “দলের অনভিজ্ঞতা নিয়ে আমরা নিজেদের মধ্যে কথা বলেছি। রান তাড়া করার ব্যাপারে আমরা যথেষ্ট ভাল। কিন্তু এটাও মনে রাখতে হবে, এই দলে অনেকে ছিল না। প্রথমে ব্যাট করলে অনেক রকম সমস্যা থাকে। কিন্তু সেখান থেকেও কিছু না কিছু শিখতে হয়। আমি খুশি যে কঠিন পরিস্থিতিতেও এই দল পেরিয়ে আসতে জানে। এটাই চেয়েছিলাম।”

রোহিত প্রশংসা করলেন মাঝের সারির ব্যাটারদের। বললেন, “এক দিনের সিরিজে আমাদের সব থেকে বড় পাওনা হল মিডল অর্ডারের ব্যাটিং। ক্রিকেটাররাও সুযোগ দারুণ ভাবে কাজে লাগিয়েছে। পাশাপাশি জোরে বোলিং নিয়েও আমি খুব খুশি। এখানেও দেখুন, আবেশ অভিষেকেই ভাল বল করেছে। হর্ষল খুব বেশি ম্যাচ খেলেনি। কিন্তু যখন খেলেছে নিজের কাজটা করে দিয়েছে। শার্দূল ধারাবাহিক ভাবে খেলছে না। কিন্তু আজ ভাল বল করেছে। গত দু’টি ম্যাচই কঠিন পরিস্থিতিতে জিতেছি আমরা।”

কিছুদিন পরেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ। সেই প্রসঙ্গে রোহিতের উত্তর, “বিশ্বকাপের কথা আমাদের মাথায় রয়েছে। শ্রীলঙ্কা সিরিজের আগে চাই প্রত্যেকে তরতাজা থাকুক এবং প্রত্যেকে কয়েকটা ম্যাচ পাক। বিপক্ষ কে তা নিয়ে ভাবতে চাই না। দল হিসেবে যেটা করা দরকার সেটাই করব।”

Advertisement
আরও পড়ুন