ছবি: এক্স থেকে নেওয়া।
বুক দিয়ে গোল আটকেছিল। বুকে হাত দিয়ে সঙ্গে সঙ্গেই গোলপোস্টের কাছে লুটিয়ে পড়ল কিশোর গোলরক্ষক। আর উঠল না। খেলতে খেলতেই মৃত্যু হল ১৬ বছর বয়সি ওই কিশোরের। গত ৪ জানুয়ারি মর্মান্তিক সেই ঘটনাটি ঘটেছে ব্রাজ়িলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৃত কিশোরের নাম এডসন লোপেজ় গামা। ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। ভাইরাল হয়েছে ভিডিয়োটি (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, নীল জার্সি এবং সাদা প্যান্ট পরে গোলপোস্টের কাছে দাঁড়িয়ে রয়েছে কিশোর গোলরক্ষক। বিপক্ষ দলের ফুটবলারের মারা একটি বল হঠাৎ দ্রুত গতিতে গোলপোস্টের দিকে এগিয়ে আসে। গোলরক্ষা করতে ঝাঁপিয়ে পড়ে কিশোর। বলটি এসে সজোরে তার বুকে লাগে। মাটিতে লুটিয়ে পড়ে সে। আর উঠে দাঁড়াতে পারেনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
‘দ্য সান’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আমাজন বৃষ্টি অরণ্যের মাউস শহর থেকে একটি গাড়িতে করে গামাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে গ্রামীণ এলাকা থেকে হাসপাতালে নিয়ে যেতে ১১ ঘণ্টা সময় লেগে গিয়েছিল। হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। অন্য একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ফুটবলটি সজোরে এসে গামার পাঁজর এবং মধ্যচ্ছদায় আঘাত করে। আর সে কারণেই নাকি মৃত্যু হয়েছে তাঁর। গামার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, প্রিয় জার্সি পরিয়ে কবর দেওয়া হয়েছে গামাকে। তাঁর দাদা এলিয়োমার লোপেজ়ের কথায়, “আমার ভাইয়ের ঘটনা পুরো দেশকে নাড়া দিয়েছে। এমনটা হবে কল্পনা করিনি। ভাই ফুটবল খেলতে ভালবাসত। ফুটবল ওর প্রাণ ছিল।’’
ভিডিয়োটি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসার পর অনেকেই তা দেখেছেন। ভিডিয়োটি দেখে দুঃখপ্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ।