Suryakumar Yadav

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে কী জানালেন সূর্যকুমার

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলকে জিতিয়ে খুশি সূর্যকুমার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজের ছন্দ নিয়েও খুশি তিনি। জানিয়েছেন, পরিসংখ্যান মাথায় রেখে খেলেন না। কেই জানালে জানতে পারেন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২২ ২৩:৫৫
ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ়ের সেরার পুরস্কার নিয়ে সূর্যকুমার।

ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ়ের সেরার পুরস্কার নিয়ে সূর্যকুমার। ছবি: টুইটার।

দু’টি অর্ধশতরান-সহ তিন ম্যাচের সিরিজ়ে ১১৯ রান করেছেন সূর্যকুমার যাদব। ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ়ের সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলকে জয় এনে দিতে পেরে খুশি সূর্যকুমার।

এই মুহূর্তে টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার সূর্যকুমার। আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় দু’নম্বরে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ়ের প্রথম দু’ম্যাচে অর্ধশতরান করায় প্রথম বার ৮০০ পয়েন্ট নিশ্চিত করেছেন তিনি। পাকিস্তানের মহম্মদ রিজওয়ানকে সরিয়ে টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে উঠে আসার সম্ভাবনাও রয়েছে তাঁর।

Advertisement

মঙ্গলবার ম্যাচের পর সূর্যকুমারকে প্রশ্ন করা হয়, চলতি বছরে তাঁর কতগুলি অর্ধশতরান হল? উত্তরে তিনি বলেছেন, ‘‘আমি পরিসংখ্যান মনে রাখি না। আমার বন্ধুরা ফোনে আমাকে নানারকম জিনিস পাঠায়।’’ আগামী বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া যাবে ভারতীয় দল। তা নিয়ে সূর্যকুমার বলেছেন, ‘‘অস্ট্রেলিয়া নিয়ে এখনও তেমন কিছু ভাবিনি। তবে এই প্রতিযোগিতাটা (টি-টোয়েন্টি বিশ্বকাপ) আমার কাছে একটা চ্যালেঞ্জ। আমি এই চ্যালেঞ্জটার দিকে তাকিয়ে রয়েছি।’’

আরও পড়ুন
Advertisement