বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে মুখ খুললেন দ্রাবিড়। —ফাইল চিত্র
তখনও ভারতীয় দলের কোচ হননি তিনি। কিন্তু তিনিই যে রোহিত শর্মাদের দায়িত্ব নেবেন তা প্রায় ঠিক ছিল। তাই সময় নষ্ট না করে তখন থেকেই আগামী বিশ্বকাপের পরিকল্পনা শুরু করে দিয়েছিলেন রাহুল দ্রাবিড়। বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের পরে এমনটাই জানালেন ভারতীয় কোচ।
তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ভারত। কিন্তু তা নিয়ে বিশেষ চিন্তা করছেন না দ্রাবিড়। কারণ, তাঁরা পরিকল্পনা করেছিলেন, বিশ্বকাপের আগে যত বেশি সম্ভব ক্রিকেটারকে খেলার সুযোগ করে দিতে। সেই পরিকল্পনায় তাঁরা অনেকটাই সফল হয়েছেন বলে জানিয়েছেন দ্রাবিড়। তিনি বলেন, ‘‘গত বিশ্বকাপের পরে রোহিতের সঙ্গে বসে পরিকল্পনা করেছিলাম। আগামী বিশ্বকাপের কথা মাথায় রেখে একটা লক্ষ্যে এগোতে চেয়েছিলাম। সেটা অনেকটাই হয়েছে। ঘুরিয়ে ফিরিয়ে অনেককে খেলাতে পেরেছি।’’
দলের ব্যাটিং গভীরতা বাড়াতে চেয়েছিলেন দ্রাবিড়-রোহিত জুটি। ইনদওরে হারলেও দলের ব্যাটিং গভীরতা দেখে খুশি তিনি। দ্রাবিড় বলেন, ‘‘দলের ব্যাটিং গভীরতা দেখে খুশি। ঋষভ, কার্তিকরা বেশি বল খেলার সুযোগ পায় না। কিন্তু এই ম্যাচে পেয়েছে। এটা ওদের জন্য ভাল। কারণ, কিছু বল খেলা থাকলে আত্মবিশ্বাস অনেকটাই বাড়ে। তখন বিশ্বকাপে গিয়ে প্রথম বল থেকেই অনেক বেশি আক্রমণাত্মক ক্রিকেট খেলা যায়। ঋষভ, কার্তিক আরও কয়েকটা ওভার খেললে ভাল লাগত। শেষ দিকে হর্ষল, চাহাররাও ভাল খেলেছে। বোঝা গেল, ওরাও তৈরি।’’
বিশ্বকাপের আগে চোটের কারণে ছিটকে গিয়েছেন যশপ্রীত বুমরা। তাঁর না থাকাকে দলের ক্ষতি বলে স্বীকার করে নিলেও বেশি চিন্তা করছেন না দ্রাবিড়। তিনি বলেন, ‘‘বুমরা না থাকা বড় ক্ষতি। কিন্তু ও না থাকায় অন্যদের কাছে সুযোগ থাকবে নিজেকে প্রমাণ করার। অন্য কাউকে উঠে আসতে দেখব।’’
ভাল খেললেও সিরিজ জিততে কিছুটা হলেও ভাগ্যের সাহায্য লাগে বলে মনে করছেন দ্রাবিড়। তিনি বলেন, ‘‘এই ফরম্যাটে জিততে কিছুটা হলেও ভাগ্যের সাহায্য লাগে। এশিয়া কাপে ভাগ্য আমাদের সঙ্গে ছিল না। আশা করছি অস্ট্রেলিয়াতে থাকবে।’’