Umran Malik

India vs South Africa 2022: দক্ষিণ আফ্রিকার গতির রাজা ভারতের গতির রাজাকে বলছেন, শুধু গতি দিয়ে কিছু হবে না

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজে প্রত্যেকটি ম্যাচে খেলেছেন নোখিয়া। অন্য দিকে উমরান এখনও সুযোগ পাননি। এক ক্রিকেটারকে পরামর্শ আর এক জনের।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৬ জুন ২০২২ ২০:৩৬
উমরান মালিক।

উমরান মালিক। ছবি টুইটার

দু’জনেই গতির পূজারী। বলের গতিতে ব্যাটারকে সন্ত্রস্ত রাখতে জুড়ি নেই দু’জনেরই। দেড়শো কিমির উপরে বল করা দু’জনের কাছেই জলভাত। ভারতের সেই উমরান মালিককে মূল্যবান পরামর্শ দিলেন দক্ষিণ আফ্রিকার অনরিখ নোখিয়া। বলেছেন, শুধু মাত্র গতি দিয়ে কিছু হবে না। উইকেট চাই। কারণ দলকে ম্যাচ জেতাতে হবে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজে এখনও একটি ম্যাচেও খেলেননি উমরান। তবে শুক্রবার রাজকোটে অভিষেক হতেও পারে। চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের আগে নোখিয়া বলেছেন, “উমরান বেশ ভাল বোলার। খুব জোরে বল করতে পারে। আমরা মাঠে সেটা দেখেছি। যদি ও আরও জোরে বল করতে পারে তা হলে খুবই ভাল। আমি নিজেও জোরে বল করতে চাই। শুধুমাত্র জোরে বল করলে হবে না। ম্যাচও জেতাতে হবে।”

Advertisement

গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট পেয়েছিলেন। সুস্থ হয়ে ফিরে এসে এখনও তিনি ছন্দে। তবে আরও উন্নতির জায়গা রয়েছে বলেই মনে করছেন নোখিয়া। বলেছেন, “এখনও নিজের বোলিং নিয়ে খেটে চলেছি। পুরোপুরি সুস্থ নই। ধীরে ধীরে নিজের বোলিং নিয়ে কাজ করছি। ফিটনেসের চূড়ান্ত পর্যায়ে পৌঁছনোই আমার লক্ষ্য। ছোটখাটো বদল এখনও বাকি রয়েছে।”

শেষ দু’টি টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারেননি কুইন্টন ডি’কক। রাজকোটে কি তাঁকে দেখা যাবে? নোখিয়া বলেছেন, “নিশ্চিত নই। তবে ও অনুশীলন করছে। শুক্রবার সকালে হয়তো বোঝা যাবে।”

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আরও পড়ুন
Advertisement