হার্দিকদের বিমানে ধোঁয়া ফাইল ছবি
টি-টোয়েন্টি সিরিজ বাঁচিয়ে রাখতে শুক্রবার রাজকোটে চতুর্থ ম্যাচ খেলতে নামছে ঋষভ পন্থ, হার্দিক পাণ্ড্যের ভারত। বিশাখাপত্তনম থেকে রাজকোটে যাওয়ার পথে হঠাৎই দলের বিমানে দেখা গেল ধোঁয়া। মাঝআকাশে বিমানের মধ্যে এমন ঘটনাই ঘটল। পুরো ব্যাপারটাই ভিডিয়ো করেছেন দীনেশ কার্তিক।
তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি মোটেই দুর্ঘটনাজনিত কোনও কারণের জন্য ধোঁয়া নয়। বরং মজা করে তৈরি করা। কৃত্রিম ভাবে বিমানের ভেতর ধোঁয়ার আবরণ তৈরি করা হয়। কার্তিকের পোস্ট করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, দূর থেকে ধোঁয়া ভেদ করে এগিয়ে আসছেন কেউ। প্রথমে তাঁকে বোঝা যাচ্ছিল না। সামনে আসতেই বোঝা যায় তিনি আর কেউ নন, কার্তিক নিজেই। বিমানের আসনে বসে থাকা আবেশ খান, বেঙ্কটেশ আয়াররা তখন মজা করে হাততালি দিচ্ছেন। ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে কার্তিক লিখেছেন, ‘মৌখিক পরীক্ষা দেওয়ার পর ক্লাসের এক নম্বর ছাত্র যে ভাবে বেরিয়ে আসে।’
Roll no.1 coming out of viva room be like... pic.twitter.com/fowhrPghBo
— DK (@DineshKarthik) June 16, 2022
কার্তিকের এই ভিডিয়ো মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অনেকেই তাঁর রসবোধের প্রশংসা করতে থাকেন। কোনও কোনও সমর্থক আবার কার্তিকের এই ভিডিয়োর সঙ্গে শাহরুখ খানের ‘রইস’ সিনেমার মিল খুঁজে পেয়েছেন।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।