Suryakumar Yadav

গনগনে সূর্যের দাপটে শুকিয়ে গেল কিউই বোলারদের দাপট, দ্বিতীয় টি২০ শতরান ভারতীয় ব্যাটারের

এ বছর ইংল্যান্ডের বিরুদ্ধে নটিংহ্যামে শতরান করেন সূর্য। ইংল্যান্ডের পর নিউজ়িল্যান্ড দু’টি দেশেই শতরান করে ফেললেন তিনি। তাও আবার একই বছরে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২২ ১৬:৫২
শতরানের পর সূর্যকুমার।

শতরানের পর সূর্যকুমার। ছবি: পিটিআই

অর্ধশতরান করেছিলেন ৩২ বলে। পরের ৫০ করতে নিলেন মাত্র ১৭টি বল। ৪৯ বলে শতরান করলেন সূর্যকুমার যাদব। রোহিত শর্মার পর তিনিই প্রথম ভারতীয়, যিনি এক বছরে টি-টোয়েন্টিতে দু’টি শতরান করলেন। এর আগে ২০১৮ সালে রোহিত একই বছরে দু’টি অর্ধশতরান করেছিলেন। রবিবার সূর্য ৫১ বলে ১১১ রান করে অপরাজিত থাকলেন।

এ বছর ইংল্যান্ডের বিরুদ্ধে নটিংহ্যামে শতরান করেন সূর্য। ইংল্যান্ডের পর নিউজ়িল্যান্ড দু’টি দেশেই শতরান করে ফেললেন তিনি। তাও আবার একই বছরে। অর্ধশতরান করেছিলেন দৌড়ে এক রান নিয়ে। তার পরেই পাল্টে গেলেন সূর্য। তাঁর তেজ বাড়তে শুরু করল। ছন্দের মধ্য গগনে থাকলে কী করতে পারেন তা দেখালেন মাউন্ট মনগানুইয়ের মাঠে। একের পর এক বল বাউন্ডারি পার করতে শুরু করল। মিচেল স্যান্টনার, টিম সাউদি, অ্যাডাম মিলনে, লকি ফার্গুসনরা এলেন হাত ঘোরালেন, বল করলেন এবং দেখলেন বল মাঠের বাইরে চলে গেল। তাঁদের ওই চার ওভারে সূর্য মোট পাঁচটি ছক্কা এবং ছ’টি চার মারলেন। ছেলেখেলা করলেন কিউই বোলারদের নিয়ে।

Advertisement

সূর্যের ১১১ রানের ইনিংসটাই টি-টোয়েন্টি ক্রিকেটে কোনও ভারতীয় ব্যাটারের নিউজ়িল্যান্ডের মাটিতে সব থেকে বেশি রান। এর আগে রোহিতের ৬৫ রানের ইনিংসটাই সেরা। ২০২০ সালের জানুয়ারি মাসে সেই রান করেছিলেন রোহিত। রবিবার ভারত ২০ ওভারে ১৯১ রান তোলে। ঈশান কিশান করেন ৩৬ রান। তাঁরা ছাড়া আর কোনও ব্যাটার সে ভাবে রান পাননি।

ওপেন করতে নেমে রান পাননি ঋষভ পন্থ। মাত্র ৬ রান করেন তিনি। শ্রেয়স আয়ার ১৩ রান করেন। অধিনায়ক হার্দিক পাণ্ড্যও ১৩ রানের বেশি করতে পারেননি। দীপক হুডা এবং ওয়াশিংটন সুন্দর কোনও রান পাননি। একা সূর্যকুমার ভারতের স্কোর ১৯১ রানে পৌঁছে দেন। জয়ের পথে ভারতকে তিনিই এগিয়ে দেন অনেকটা। বাকি কাজটা করেন যুজবেন্দ্র চহালরা। সহজেই ৬৫ রানে ম্যাচ জিতে নেয় ভারত। সিরিজ়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement