বাংলাদেশের বিরুদ্ধে এক দিনের ও টেস্ট সিরিজ় খেলতে সে দেশে পৌঁছেছেন রোহিত শর্মারা। —ফাইল চিত্র
চোটের কারণে ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজ থেকে ছিটকে গিয়েছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। তিনি ছিটকে যাওয়ায় নতুন অধিনায়কের নাম ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তামিমের বদলে দলের নেতৃত্ব দেবেন লিটন দাস।
লিটন এর আগে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিলেও এই প্রথম এক দিনের দলের অধিনায়ক হলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘‘লিটন দলের অভিজ্ঞ সদস্য। ওর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। তামিমকে হারানো দুঃখের। কারণ ওর নেতৃত্বে গত কয়েক বছরে আমরা খুব ভাল ক্রিকেট খেলেছি। কিন্তু পরিবর্ত তো বেছে নিতেই হবে। তাই লিটনকে দায়িত্ব দেওয়া হয়েছে।’’
আগামী রবিবার থেকে ভারতের বিরুদ্ধে দেশের মাটিতে এক দিনের সিরিজ় খেলতে নামছে বাংলাদেশ। তার আগে কুঁচকির চোটের কারণে এক দিনের সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন তামিম। বাংলাদেশের প্রধান নির্বাচক মিনাজুল আবেদিন তামিমের ছিটকে যাওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘‘কুঁচকিতে চোট পেয়েছে তামিম। ওর চোট গুরুতর। ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে খেলতে পারবে না তামিম। হয়তো প্রথম টেস্টেও তামিমকে দলে পাওয়া যাবে না।’’
শুধু তামিম নন, ভারতের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে খেলতে পারবেন না জোরে বোলার তাসকিন আহমেদও। মিনাজুল বলেছেন, ‘‘তাসকিনের পিঠে ব্যথা রয়েছে। তাই প্রথম এক দিনের ম্যাচে ও খেলবে না। রবিবারের পরে ওর ফিটনেস পরীক্ষা করে দেখা হবে। তার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে যে পরের ম্যাচগুলোতে ওকে খেলানো হবে কি না।’’ তাসকিনের পরিবর্তে বাঁ হাতি জোরে বোলার শরিফুল ইসলামকে দলে নেওয়া হয়েছে।
বাংলাদেশের বিরুদ্ধে তিনটি এক দিনের ও দু’টি টেস্টের সিরিজ় খেলবে ভারত। ২০১৫ সালে শেষ বার বাংলাদেশের সফরে গিয়েছিল ভারত। সাত বছর পরে আবার সে দেশে গিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা।