ভরতের আচরণে বিরক্ত হয়ে তাঁকে ধমক দেন কোহলি। ফাইল ছবি।
আমদাবাদ টেস্টের প্রথম দিন বিরাট কোহলির ধমক খেতে হল ভারতীয় দলের উইকেটরক্ষক শ্রীকর ভরতকে। অস্ট্রেলিয়ার উসমান খোয়াজার দিকে অকারণে বল ছোড়েন তিনি। যা পছন্দ হয়নি কোহলির।
বর্ডার-গাওস্কর সিরিজ়ে দ্বিতীয় ব্যাটার হিসাবে শতরান করেছেন খোয়াজা। প্রথম দিন খেলার শেষে তিনি অপরাজিত ছিলেন ১০৪ রানে। সারা দিন ভারতীয় বোলারদের দক্ষতার সঙ্গে সামলেছেন খোয়াজা। বলা যায় আউট করার তেমন সুযোগই দেননি। খোয়াজাকে আউট করার সব রকম চেষ্টা করেও সাফল্য পাননি মহম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিনরা। ভারতীয় ক্রিকেটাররা কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন। তারই বহিঃপ্রকাশ ঘটে ভরতের মধ্যে।
অস্ট্রেলিয়ার ইনিংসের ৭১তম ওভারে বল করছিলেন শামি। ব্যাট করছিলেন খোয়াজা। বাংলার জোরে বোলার বাউন্সার দেন অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটারকে। উইকেটে থিতু হয়ে যাওয়া খোয়াজা বাউন্সারটি ছেড়ে দেন। বল চলে যায় উইকেটরক্ষকের কাছে। বল ধরেই উইকেটের দিকে ছুড়ে দেন ভরত। যদিও খোয়াজা ক্রিজের ভিতর নিজের জায়গাতেই দাঁড়িয়েছিলেন। রান নেওয়ার কোনও চেষ্টাই তিনি করেননি। ভরতের ছোড়া বল গিয়ে লাগে খোয়াজার বাঁ পায়ে। ভরতের এমন আচরণের জন্য প্রস্তুত ছিলেন না খোয়াজা। ভরতের দিকে তাকিয়ে কিছু বলতে দেখা যায় তাঁকে।
এই সময়ই কোহলির কাছে ধমক খান ভরত। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক উইকেটরক্ষককে বলেন, “কী করছিস ভাই! অকারণে বল ছুড়লি কেন?” কোহলি হস্তক্ষেপ করায় খোয়াজা আর কিছু বলেননি। তাঁকে হাসতে দেখা যায় ভরতের দিকে তাকিয়ে। ভরতের আচরণ দেখে ছুটে আসেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাও। তত ক্ষণে কোহলি পরিস্থিতি সামলে নিয়েছেন। খোয়াজাকে হাসতে দেখে রোহিতও হাসতে হাসতে ফিরে যান নিজের জায়গায়। পরের বলে ১ রান নিয়ে উইকেটের অন্য প্রান্তে চলে যান খোয়াজা।
এই ঘটনার সময় খোয়াজার রান ছিল ৬৮। বল ছুড়েও তাঁর মনঃসংযোগ নষ্ট করতে পারেননি ভরত। নিজের এবং দলের ইনিংস এগিয়ে নিয়ে গিয়েছেন অস্ট্রেলীয় ব্যাটার। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও আমদাবাদের ২২ গজে ব্যাট করলেন সাবলীল ভাবে। ভারতের কোনও বোলারই খোয়াজাকে সমস্যায় ফেলতে পারেননি।