India vs Australia

আমদাবাদে অর্ধশতরান কোহলির, তৃতীয় দিনের শেষে ভারত ২৮৯/৩

আমদাবাদ টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছে ৪৮০ রান। শতরান করেছেন খোয়াজা এবং গ্রিন। ৬ উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার অশ্বিন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ মার্চ ২০২৩ ১৯:১৭
টেস্ট ক্রিকেটে দ্বিতীয় শতরান করলেন শুভমন।

টেস্ট ক্রিকেটে দ্বিতীয় শতরান করলেন শুভমন। ছবি: বিসিসিআই

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১১ মার্চ ২০২৩ ১৭:৩৮ key status

ভারত ২৮৯/৩

ব্যাট করছেন কোহলি (৫৯) এবং জাডেজা (১৬)।

timer শেষ আপডেট: ১১ মার্চ ২০২৩ ১৬:০০ key status

ভারত ২৫৪/৩

ব্যাট করছেন কোহলি (৩৮) এবং জাডেজা (৩)।

Advertisement
timer শেষ আপডেট: ১১ মার্চ ২০২৩ ১৫:৩৮ key status

আউট শুভমন

শুভমনকে (১২৮) ফেরালেন লায়ন। ভারত ৩ উইকেটে ২৪৫ রান।

timer শেষ আপডেট: ১১ মার্চ ২০২৩ ১৫:১৮ key status

ভারত ২২৮/২

ব্যাট করছেন শুভমন (১২৪) এবং কোহলি (১৯)।

Advertisement
timer শেষ আপডেট: ১১ মার্চ ২০২৩ ১৪:৫৫ key status

ভারত ২০৫/২

ব্যাট করছেন শুভমন (১১২) এবং কোহলি (৮)।

timer শেষ আপডেট: ১১ মার্চ ২০২৩ ১৪:৩৩ key status

ভারত ১৮৮/২

ব্যাট করছেন শুভমন (১০৩) এবং কোহলি (শূন্য)।

Advertisement
timer শেষ আপডেট: ১১ মার্চ ২০২৩ ১৪:০৭ key status

আউট পুজারা

পুজারাকে (৪২) আউট করলেন মারফি। ভারতের রান ১৮৭/২।

timer শেষ আপডেট: ১১ মার্চ ২০২৩ ১৪:০৩ key status

শুভমনের শতরান

১৯৪ বলে শতরান পূর্ণ করলেন শুভমন। ভারত ১ উইকেটে ১৮৬ রান।

timer শেষ আপডেট: ১১ মার্চ ২০২৩ ১৩:২৯ key status

ভারত ১৫৪/১

ব্যাট করছেন শুভমন (৭৭) এবং পুজারা (৩৫)।

timer শেষ আপডেট: ১১ মার্চ ২০২৩ ১২:২৯ key status

ভারত ১৪২/১

ব্যাট করছেন শুভমন (৭১) এবং পুজারা (২৯)।

timer শেষ আপডেট: ১১ মার্চ ২০২৩ ১১:৩৩ key status

মধ্যাহ্নভোজের বিরতি

ভারতের ১ উইকেটে ১২৯ রান। উইকেটে রয়েছেন শুভমন (৬৫) এবং পুজারা (২২)। ৩৫ রান করে আউট হয়েছেন রোহিত। ভারত পিছিয়ে রয়েছে ৩৫১ রানে।

timer শেষ আপডেট: ১১ মার্চ ২০২৩ ১১:১৫ key status

ভারত ১১৩/১

ব্যাট করছেন শুভমন (৫৯) এবং পুজারা (১৬)।

timer শেষ আপডেট: ১১ মার্চ ২০২৩ ১০:৫৪ key status

অর্ধশতরান শুভমনের

৯০ বলে ৫০ রান পূর্ণ করলেন শুভমন। ভারত ৯৮/১।

timer শেষ আপডেট: ১১ মার্চ ২০২৩ ১০:৪৫ key status

ভারত ৮৯/১

ব্যাট করছেন শুভমন (৪৪) এবং পুজারা (৮)।

timer শেষ আপডেট: ১১ মার্চ ২০২৩ ১০:৩০ key status

ভারত ৭৯/১

ব্যাট করছেন শুভমন (৪১) এবং পুজারা (২)।

timer শেষ আপডেট: ১১ মার্চ ২০২৩ ১০:১৯ key status

আউট রোহিত

রোহিতকে (৩৫) আউট করলেন কুনেম্যান। ভারত ৭৪/১।

timer শেষ আপডেট: ১১ মার্চ ২০২৩ ১০:০৪ key status

ভারত ৬৮/০

ব্যাট করছেন রোহিত (৩২) এবং শুভমন (৩৫)।

timer শেষ আপডেট: ১১ মার্চ ২০২৩ ০৯:৪৪ key status

ভারত ৫২/০

ব্যাট করছেন রোহিত (১৯) এবং শুভমন (৩২)।

timer শেষ আপডেট: ১১ মার্চ ২০২৩ ০৯:২৬ key status

তৃতীয় দিনে খেলা শুরু

দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ৩৬/০। উইকেটে রয়েছেন রোহিত (১৭) এবং শুভমন (১৮)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন