India vs Australia

মনে ছিল ভয়! শেষ পর্যন্ত কী ভাবে এল জয়? ম্যাচ জিতে ব্যাখ্যা ভারত অধিনায়ক রোহিতের

দিল্লি টেস্টেও অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। কিন্তু একটা সময় ভয় ঢুকে গিয়েছিল রোহিত শর্মার মনে। কী ভাবে সেই ভয় কাটিয়ে ম্যাচ জিতলেন তার রহস্য ফাঁস করলেন ভারত অধিনায়ক।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:২২
Picture of Rohit Sharma

দিল্লিতে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। দলের জয়ের নেপথ্য কারণ ফাঁস করলেন অধিনায়ক রোহিত শর্মা। —ফাইল চিত্র

আবার আড়াই দিনে অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট জিতেছে ভারত। কিন্তু দ্বিতীয় দিনের শেষে পরিস্থিতি খুব ভাল ছিল না ভারতের। সেই সময় অস্ট্রেলিয়ার ব্যাটাররা ভাল খেলছিলেন। ট্রাভিস হেড ও মার্নাশ লাবুশেনের ব্যাটিংয়ে ভয় ঢুকে গিয়েছিল রোহিত শর্মার মনে। ম্যাচ জিতে সে কথা জানিয়েছেন ভারত অধিনায়ক।

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ়ে আরও এগিয়ে যাওয়ার পরে রোহিত বলেছেন, ‘‘দ্বিতীয় দিনের শেষ দিকে অস্ট্রেলিয়ার দুই ব্যাটার যে ভাবে খেলছিল তাতে একটু হলেও ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু আতঙ্কিত হয়ে পড়িনি। আমরা জানতাম, অস্ট্রেলিয়ার ব্যাটাররা শট খেলবে। তাই পিচে ঠিক জায়গায় বল রাখার চেষ্টা করেছিলাম। পরিকল্পনা কাজে লাগাতে পেরেছি। তাই জিতেছি।’’

Advertisement

এই পিচে চতুর্থ ইনিংসে ব্যাট করতে হত ভারতকে। তাই যত তাড়াতাড়ি সম্ভব অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ করার চেষ্টা করেছিলেন রোহিত। সেটাই হয়েছে। ১১৫ রান তাড়া করতে হয়েছে। ম্যাচ শেষে সে কথা জানিয়েছেন রোহিত। তিনি বলেছেন, ‘‘দ্বিতীয় দিন যেখানে খেলা শেষ হয়েছিল, তৃতীয় দিন তার থেকে ভাল শুরু করেছি আমরা। আমাদের চতুর্থ ইনিংসে ব্যাট করতে হত। সেটা মাথায় ছিল। তাই চেয়েছিলাম অস্ট্রেলিয়াকে যত কম রানে সম্ভব শেষ করতে। সেটা করতে পেরেছি।’’

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ১০ উইকেটে নিয়েছেন ভারতের দুই স্পিনার রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিন। জাডেজা ৭ ও অশ্বিন ৩ উইকেট নিয়েছেন। তৃতীয় দিন সকালে তাঁদের সঙ্গে কী কথা হয়েছিল সেটাও ফাঁস করেছেন রোহিত। ভারত অধিনায়ক বলেছেন, ‘‘ওদের সঙ্গে কথা হয়েছিল। কিন্তু এই ধরনের পিচে ওরা দীর্ঘ দিন খেলেছে। তাই খুব বেশি বলার কিছু ছিল না। ওদের উপরেই সবটা ছেড়ে দিয়েছিলাম। ওরা যে রকম চেয়েছে সে রকম ফিল্ডিং সাজিয়েছি। তার ফল সবার সামনে।’’

ভারতকে এই টেস্টে খেলায় রেখেছেন অশ্বিন ও অক্ষর পটেল। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে একটা সময় ১৩৯ রানে ৭ উইকেট পড়ে গিয়েছিল রোহিতদের। তার পরে শতরানের জুটি গড়েছেন দুই অলরাউন্ডার। তাঁদের প্রশংসা শোনা গিয়েছে রোহিতের গলায়। তিনি বলেছেন, ‘‘টেস্ট চার ইনিংসের খেলা। প্রথম ইনিংসে অক্ষর ও অশ্বিনের জুটি আমাদের খেলায় রেখেছিল। না হলে অনেকটা পিছিয়ে পড়তাম। ক্রিকেট যে দলগত খেলা তা আরও এক বার ওরা প্রমাণ করেছে।’’

Advertisement
আরও পড়ুন