India vs Australia

বর্ডার-গাওস্কর ট্রফি কি দখলে রাখতে পারবেন রোহিতরা? দিল্লি টেস্ট জিতে কতটা সুবিধা হল?

চার টেস্টের সিরিজ়ের প্রথম দু’টি ম্যাচেই জিতল ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ় হারের সম্ভাবনা নেই। সিরিজ় ড্র করার সুযোগ রয়েছে কামিন্সদের। সিরিজ় জেতার সুযোগ বেশি ভারতের।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৩১
picture of Border-Gavaskar trophy

এই ট্রফি জেতার জন্যই খেলছেন রোহিত, কামিন্সরা। ছবি: টুইটার।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার সুবাদে বর্ডার-গাওস্কর ট্রফি জয় নিশ্চিত করলেন রোহিত শর্মারা। চার টেস্টের সিরিজ়ে বাকি দু’টি ম্যাচে হারলেও ট্রফি হাতছাড়া হবে না ভারতের।

পরের দু’টি টেস্টে জিতলেও প্যাট কামিন্সরা সিরিজ় জিততে পারবেন না। খুব বেশি হলে অমীমাংসিত ভাবে শেষ করতে পারবেন তাঁরা। ফলে বর্ডার-গাওস্কর সিরিজ় হারার কোনও সম্ভাবনা নেই ভারতের। তাই ট্রফিও নিজেদের দখলে রাখতে পারবেন রোহিতরা। দু’দেশের শেষ তিনটি টেস্ট সিরিজ় জিতেছে ভারত। তাই শেষ সিরিজ়ের জয়ী দল হিসাবে ট্রফি নিজেদের কাছে রেখে দিতে পারবে ভারত। অস্ট্রেলিয়া শেষ বার বর্ডার-গাওস্কার সিরিজ় জিতেছিল ২০১৪-১৫ মরসুমে। দেশের মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ় জিতেছিল তারা। সে বারই শেষ বর্ডার-গাওস্কর ট্রফি জিতেছিল অসিরা। নিয়ম অনুযায়ী, সিরিজ় ড্র হলে, শেষ বারের জয়ী দলের কাছেই থাকবে ট্রফি। সিরিজ় না জিতলে ট্রফি দখলে রাখা যাবে না। ফলে এ বারের সিরিজ় না জিতলেও ট্রফি নিজেদের কাছেই রাখতে পারবেন রোহিতরা।

Advertisement

নাগপুরের প্রথম টেস্ট ইনিংস এবং ১৩২ রানে জিতেছিল ভারত। দিল্লিতে জয় এল ৬ উইকেটে। বাকি দু’টি টেস্ট হবে যথাক্রমে ইনদওর এবং আমদাবাদে। তৃতীয় টেস্ট শুরু হবে ১ মার্চ থেকে। ৯ মার্চ থেকে সিরিজ়ের শেষ টেস্টে মুখোমুখি হবে দু’দল।

দিল্লিতে জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে আরও ভাল জায়গায় চলে এল ভারত। যদিও ভারতের ফাইনাল খেলা এখনও নিশ্চিত নয়। আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে সবার আগে রয়েছেন প্যাট কামিন্সরাই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement