India vs Australia

শূন্য দিয়ে শুরু, তাঁর ব্যাটেই শেষে জয়! শততম টেস্ট জিতে কী বললেন চেতেশ্বর পুজারা?

নিজের শততম টেস্ট জিতলেন চেতেশ্বর পুজারা। তাঁর ব্যাটেই এল দলের জয়সূচক রান। কিন্তু প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়ে গিয়েছিলেন তিনি। ম্যাচ শেষে নিজের অনুভূতি জানালেন পুজারা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:০৭
Picture of Cheteshwar Pujara

নিজের শততম টেস্টে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন ভারতীয় ব্যাটার চেতেশ্বর পুজারা। নজির গড়লেন তিনি। ছবি: পিটিআই

শততম টেস্টের শুরুটা ভাল হয়নি চেতেশ্বর পুজারার। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়ে গিয়েছিলেন ভারতীয় ব্যাটার। কিন্তু দ্বিতীয় ইনিংসে নিজের পরিচিত ভঙ্গিতে খেললেন পুজারা। দলের জয়সূচক রানও এল তাঁর ব্যাটেই। ম্যাচ জিতে পুজারা জানালেন, এই জয়ের অনুভূতি বাকি সব ম্যাচের থেকে আলাদা।

দ্বিতীয় ইনিংসে ৩১ রানে অপরাজিত ছিলেন পুজারা। কিন্তু প্রথম ইনিংসের ব্যর্থতা নিয়ে এখনও দুঃখ রয়েছে তাঁর। পুজারা বলেছেন, ‘‘খুব ভাল টেস্ট ম্যাচ খেললাম। প্রথম ইনিংসে রান করতে পারিনি। তার দুঃখ থেকেই যাবে।’’ কিন্তু তাঁর ব্যাটেই যে দল জিতেছে তাতে খুশি পুজারা। তিনি বলেছেন, ‘‘শততম টেস্টে দলের জয়সূচক রান করতে পেরেছি। এটা বাকি সব অনুভূতির থেকে আলাদা। আমার পরিবার বসে খেলা দেখেছে। তাদের কাছেও এটা বিশেষ অনুভূতি।’’

Advertisement

এই জয়ের কৃতিত্ব গোটা দলকে দিয়েছেন ভারতীয় ব্যাটার। তিনি বলেছেন, ‘‘এই জয়ে দলের সবার কৃতিত্ব রয়েছে। বোলাররা দ্বিতীয় ইনিংসে দুরন্ত বল করেছে। না হলে আমাদের ২০০-২৫০ রানও তাড়া করতে হতে পারত। সেটা কিন্তু সহজ হত না। দ্বিতীয় দিনের শেষ দিকে আমরা অনেক রান দিয়েছিলাম। কিন্তু তৃতীয় দিন প্রথম সেশনেই খেলার দখল নিয়েছি আমরা।’’

দ্বিতীয় ইনিংসে সুইপ-রিভার্স সুইপ মারতে গিয়ে আউট হয়েছেন অস্ট্রেলিয়ার একের পর এক ব্যাটার। এই ধরনের পিচে সুইপ আদর্শ শট নয় বলেই জানিয়েছেন পুজারা। তিনি বলেছেন, ‘‘এই পিচে সুইপ-রিভার্স সুইপ মারা সহজ নয়। কারণ, অনেক বল নিচু হয়ে আসছে। আমি পায়ের ব্যবহার করে শট খেলার চেষ্টা করেছি। সেটাই আমি চিরকাল করেছি।’’

দ্বিতীয় ইনিংসে ভারতের জয়ের জন্য ১১৫ রান দরকার ছিল। কিন্তু সেই রান তাড়া করতে গিয়েও ৪ উইকেট পড়ে যায় ভারতের। অধিনায়ক রোহিত শর্মা ৩১ রান করেন। পরে পুজারাও ৩১ রান করে অপরাজিত থাকেন। ৬ উইকেটে ম্যাচ জেতে ভারত। বর্ডার-গাওস্কর ট্রফিতে ২-০ এগিয়ে গিয়েছে ভারত। এখনও বাকি ২টি ম্যাচ। অস্ট্রেলিয়াকে চুনকাম করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার লক্ষ্যে রোহিতরা।

আরও পড়ুন
Advertisement