India vs Australia

শততম টেস্টের আগে কী মনে হচ্ছে? অনুভূতি ভাগ করে নিলেন পুজারা

ক্রিকেট খেলার জন্য কোনও অনুপ্রেরণার প্রয়োজন হয় না পুজারার। তিনি জানিয়েছেন, যে কোনও স্তরের ক্রিকেট একই রকম দায়বদ্ধতা নিয়ে খেলেন। জানিয়েছেন তাঁর ধৈর্যের রহস্যও।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ২০:২৬
picture of Cheteshwar Pujara

শততম টেস্ট নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন পুজারা। ফাইল ছবি।

দিল্লি টেস্টে খেললে ক্রিকেটজীবনের আরও একটি মাইলফলক স্পর্শ করবেন চেতেশ্বর পুজারা। ১০০টি টেস্ট খেলা হয়ে যাবে পুজারার। তার আগে নিজের অনুভূতির কথা জানিয়েছেন ভারতের অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার।

পুজারা বলেছেন, ছোটবেলার ভালবাসাকেই বড় হয়ে পেশা করে নিয়েছেন। এত দিন খেলার পর কী ভাবে উৎসাহ পান? একটি সাক্ষাৎকারে পুজারা বলেছেন, ‘‘ক্রিকেট আমার ভালবাসা। এক সময়ের নেশাকেই পেশা করে নিয়েছি। ক্রিকেট খেলা ছাড়া অন্য কিছু করার কথা কখনও ভাবিনি। ভাল খেলার জন্য আমার কোনও অনুপ্রেরণার প্রয়োজন হয় না। শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়। দেশ, রাজ্য, ক্লাব, কাউন্টি যে কোনও ক্ষেত্রেই আমার পারফরম্যান্সের দিকে তাকান। ক্রিকেটের প্রতি আমার দায়বদ্ধতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবেন না। কারণ আমি হারতে ঘৃণা করি।’’

Advertisement

দীর্ঘ সময় মাথা ঠান্ডা রেখে ব্যাট করতে পারা পুজারার বিশেষত্ব। ২২ গজে কী ভাবে ধৈর্য ধরে রাখেন? পুজারা বলেছেন, ‘‘যোগব্যায়াম আমাকে গত কয়েক বছরে অনেক সাহায্য করেছে। নিয়মিত যোগব্যায়াম করি। এটা আমার মনঃসংযোগ বাড়াতে সাহায্য করেছে। ব্যাট করতে নামার সময় মাথায় অন্য চিন্তায় রাখি না। খোলা মনে ব্যাট করতে যাই। শুধু নিজের কাজ নিয়ে ভাবি। কে বোলার, কেমন বল করবে— এ সব নিয়েও ভাবি না কখনও। আগে কী হয়েছে তা ভেবে লাভ হয় না। সংশ্লিষ্ট দিনের খেলাটাই আসল। শুধু ভাল ভাবে বল দেখতে হয়। সেই মতো সিদ্ধান্ত নিয়ে শট খেলতে হয়।’’

শততম টেস্টের আগে আপনার অনুভূতি কী? পুজারা বলেছেন, ‘‘হ্যাঁ আমার ১০০তম টেস্ট হবে পরের টেস্ট। কিন্তু সেটার থেকেও গুরুত্বপূর্ণ দলের স্বার্থে খেলা। দলের স্বার্থই আমার কাছে আগে। এটা আমার কাছে অনেকটা শতরান করার মতো। শতরান পূর্ণ হয়ে যাওয়ার পর যেমন আবার প্রথম থেকে শুরু করি আমরা। আমরা শতরানকে দ্বিশতরানে পরিণত করার চেষ্টা করি। ২০০টি টেস্ট খেলার দিকে এগিয়ে যাওয়ার প্রশ্ন নয়। বিষয়টা হচ্ছে পরের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া।’’

Advertisement
আরও পড়ুন