চ্যাম্পিয়ন ভারতের অনূর্ধ্ব ১৯ মহিলা দল। ছবি: এসিসি।
অনূর্ধ্ব ১৯ মহিলাদের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল ভারত। রবিবার ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে ৪১ রানে জয় পেল ভারত। ২০ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে নিকি প্রসাদের দল করে ৭ উইকেটে ১১৭ রান। জবাবে সুমাইয়া আক্তারের দলের ইনিংস শেষ হয় ৭৬ রানে। এ বারই প্রথম হল এই প্রতিযোগিতা।
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করার সুযোগ অবশ্য তেমন কাজে লাগাতে পারেনি ভারতের অনূর্ধ্ব ১৯ মহিলা দল। মূলত ওপেনার ত্রিশা গোঙ্গাদির ৪৭ বলে ৫২ রানের ইনিংসের সুবাদে লড়াই করার মতো জায়গায় পৌঁছয় ভারত। ত্রিশা ৫টি চার এবং ২টি ছয় মারেন। ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান মিথিলা বিনোদের ১৭। আর কেউই বলার মতো রান করতে পারেননি। বাংলাদেশের ফরজানা এসমিন ৩১ রানে ৪ উইকেট নেন। ২৩ রানে ২ উইকেট নিশিতা আক্তারের।
জয়ের জন্য ১১৮ রানের লক্ষ্য পেয়েও সাফল্য পেল না বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ মহিলা দল। ৫৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। বাংলাদেশের কোনও ব্যাটারই বলার মতো রান করতে পারেননি। সর্বোচ্চ জুয়ারিয়া ফেরদৌসের ২২। এ ছাড়া ওপেনার ফাহোমিদা চোয়া করেন ১৮। ১৮.৩ ওভারেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস।
ভারতের সফলতম বোলার আয়ুষী শুক্ল ১৭ রানে ৩ উইকেট নিয়েছেন। ১২ রানে ২ উইকেট পারুনিকা সিসোদিয়ার এবং ১৩ রানে ২ উইকেট সোনম যাদবের।