Bangladesh Cricket Board

শাকিব-তামিম-শান্ত, বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির পরিকল্পনায় অভিজ্ঞ ত্রিফলা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাল ফল করার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বাংলাদেশের ক্রিকেট কর্তারা। দলে অভিজ্ঞতার অভাব ঢাকতে তাঁদের পরিকল্পনায় রয়েছেন শাকিব, তামিম। শান্তকেও নিয়ে রয়েছে ভাবনা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৩:৪৬
picture of Shakib Al Hasan, Tamim Iqbal and Najmul Hossain Shanto

(বাঁ দিক থেকে) শাকিব আল হাসান, তামিম ইকবাল এবং নাজমুল হোসেন শান্ত। —ফাইল চিত্র।

আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক দিনের ক্রিকেটের এই প্রতিযোগিতায় ভাল ফল করার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বাংলাদেশের ক্রিকেট কর্তারা। তাই দলে অভিজ্ঞতার অভাব ঢাকতে দুই ক্রিকেটারের উপর আস্থা রাখতে চাইছে বিসিবি। তাঁরা হলেন শাকিব আল হাসান এবং তামিম ইকবাল। এ ছাড়াও কর্তারা চাপে রয়েছেন নাজমুল হোসেন শান্ত অধিনায়কত্ব করতে না-চাওয়ায়।

Advertisement

বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতার পালাবদলের পর দেশে ফিরতে পারছেন না শাকিব। আওয়ামী লীগের প্রাক্তন সাংসদের নাম জড়িয়ে গিয়েছে হত্যার মামলায়। দেশে গেলে গ্রেফতার হতে পারেন তিনি। নির্বিঘ্নে দেশ ছাড়ার ব্যাপারে তাঁকে নিশ্চয়তা দিতে পারেননি বিসিবি কর্তারা। তাই ইচ্ছা থাকলেও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলা হয়নি তাঁর। দুবাইয়ে কয়েক দিন অপেক্ষার পর আমেরিকার বাড়িতে ফিরে যেতে হয়েছিল শাকিবকে। অথচ আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাল ফলের জন্য দেশে ঢুকতে না-পারা সেই শাকিবের দিকেই তাকিয়ে বাংলাদেশ। আর এক প্রাক্তন অধিনায়ক তামিমের দিকেও চোখ রয়েছে বাংলাদেশের ক্রিকেট প্রশাসকদের। বিসিবি সভাপতি ফারুক আহমেদ ইঙ্গিতপূর্ণ ভাবে বলেছেন, ‘‘যে ক্রিকেটারেরা সরকারি ভাবে অবসর ঘোষণা করেনি, তারা সকলেই নির্বাচনের জন্য বিবেচিত হতে পারে।’’ উল্লেখ্য, শাকিব এবং তামিম বেশ কিছু দিন জাতীয় দলের বাইরে থাকলেও কেউই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেননি।

শাকিব কি দেশের হয়ে খেলতে পারবেন? এই প্রশ্নের উত্তরে সাবধানী ফারুক বলেছেন, ‘‘শাকিবের বিষয়টা আলাদা। নতুন কিছু ঘটেনি। ওয়েস্ট ইন্ডিজ় সফরের সময় ও মানসিক ভাবে ভাল জায়গায় ছিল না। তাই খেলেনি। জানি না শাকিব এর পর কোন প্রতিযোগিতায় খেলবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলবে কি না, তাও জানি না। এর মধ্যে ওর সঙ্গে কোনও যোগাযোগ হয়নি।’’

শাকিবকে নিয়ে নিশ্চিত হতে না-পারলেও তামিমকে পাওয়ার ব্যাপারে আশাবাদী বিসিবি কর্তারা। বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ওপেনিং ব্যাটার কিছু দিন আগে থেকে অনুশীলন শুরু করেছেন। বিপিএল খেলার জন্যই সাময়িক বিরতির পর মাঠে ফিরেছেন তামিম। সে দেশের ন্যাশনাল ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতেও খেলছেন। দু’টি অর্ধশতরানের ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। তামিম প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেছেন, ‘‘তামিমকে নিয়ে সিদ্ধান্ত নেবেন নির্বাচকেরা। আমাদের নীতি পরিষ্কার। যে ক্রিকেটার এখনও অবসর ঘোষণা করেনি এবং তাকে যদি দলে প্রয়োজন হয়, তা হলে নির্বাচকেরা তার সঙ্গে আলাদা করে কথা বলতে পারেন। তার মতামত জেনে তাঁরাই সিদ্ধান্ত নেবেন।’’ বিপিএলের পারফরম্যান্স আগামী চ্যাম্পিয়ন্স ট্রফির দল গড়ার ক্ষেত্রে বিবেচনা করা হবে বলেও জানিয়েছেন বিসিবি সভাপতি।

শাকিব-তামিমদের দলে নিয়ে অভিজ্ঞতার অভাব পূরণ করতে চাইলেও একটি ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছেন না ফারুক। শাকিবের পর শান্তকে নিয়মিত অধিনায়ক করেছিল বাংলাদেশ। কিন্তু ভারত সফরের পর থেকে তিনি দায়িত্বে থাকতে চাইছেন না। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজ়েও নেতৃত্ব দেননি। নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বোর্ড সভাপতিকেও। তা নিয়ে ফারুক বলেছেন, ‘‘সবে একটা সিরিজ় শেষ হল। এর পর ক্রিকেটারেরা বিপিএল খেলবে। তার পর রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এখনই আন্তর্জাতিক সূচি না থাকায় আমাদের হাতে খানিকটা সময় রয়েছে। এই ব্যাপারে আমাদের মধ্যেও কোনও আলোচনা হয়নি। সঠিক সময় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’’

স্বাভাবিক ভাবেই জাতীয় দলের স্থায়ী অধিনায়ক নিয়েও সমাধানের খোঁজে রয়েছেন বিসিবি কর্তারা। আসলে শাকিব-তামিম-শান্ত —এই ত্রিফলাকে ঘিরেই আগামী চ্যাম্পিয়ন্স ট্রফির পরিকল্পনা করতে চাইছে বাংলাদেশ।

Advertisement
আরও পড়ুন