Allu Arjun

মুখ্যমন্ত্রী ঠিক, অল্লুই ভুল! ‘পুষ্পা ২’ প্রিমিয়ারের দিনে পদপিষ্টের ঘটনার ফুটেজেই মিলছে তার ‘প্রমাণ’!

অল্লু অর্জুনই ভুল! অসঙ্গতি তাঁর বক্তব্যেই। বরং, ঠিক কথা বলেছেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। ‘পুষ্পা ২’ প্রিমিয়ারে পদপিষ্টের ঘটনায় প্রকাশ্যে আসা একটি ভিডিয়োয় তেমনই ‘প্রমাণ’ মিলেছে বলে মনে করা হচ্ছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ২০:১৮
(বাঁ দিকে) মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং অল্লু অর্জুন

(বাঁ দিকে) মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং অল্লু অর্জুন —ফাইল চিত্র।

অল্লু অর্জুনই ভুল! অসঙ্গতি তাঁর বক্তব্যেই। বরং, ঠিক কথা বলেছেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। ‘পুষ্পা ২’ প্রিমিয়ারে পদপিষ্টের ঘটনায় প্রকাশ্যে আসা একটি ভিডিয়োয় তেমনই ‘প্রমাণ’ মিলেছে বলে মনে করা হচ্ছে। যদিও ভিডিয়োটির সত্যতা আনন্দবাজার অনলাইন যাচাই করেনি।

Advertisement

মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, পুলিশি অনুমতি ছাড়াই ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে চলে গিয়েছিলেন অল্লু। শুধু তা-ই নয়, পদপিষ্টের ঘটনার পর তিনি থিয়েটারও ছাড়তে চাইছিলেন না। পুলিশকেই বাধ্য হয়ে তাঁকে থিয়েটার থেকে বার করে আনতে হয়। যে ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, অল্লুকে ‘এসকর্ট’ করে থিয়েটার থেকে বার করে আনছেন পুলিশকর্মীরা।

তেলঙ্গানা পুলিশের ডিজি জিতেন্দ্র বলেন, ‘‘অল্লু অর্জুনের বিরুদ্ধে ব্যক্তিগত কোনও রাগ নেই আমাদের। তবে সিনেমার প্রচারের থেকে সাধারণ মানুষের নিরাপত্তা অনেক বেশি জরুরি। অল্লু অর্জুনেরা সিনেমায় নায়ক হতে পারেন। কিন্তু সমাজের সমস্যা তাঁদেরও বুঝতে হবে।’’

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে তারকা-অভিনেতা অল্লুকে দেখতে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। তাতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় রেবতী নামে এক মহিলার। এখনও হাসপাতালে কোমায় রয়েছে তাঁর আট বছরের সন্তান। সেই ঘটনায় গত ১৩ ডিসেম্বর গ্রেফতার করা হয়েছিল অল্লুকে। পরে অবশ্য তেলঙ্গানা হাই কোর্ট থেকে তিনি জামিন পান।

সেই ঘটনা নিয়ে শনিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, পুলিশের অনুমতি ছাড়াই প্রিমিয়ারে গিয়েছিলেন অভিনেতা। সেখানে আচমকাই গাড়ি থেকে বেরিয়ে সানরুমে উঠে অনুরাগীদের উদ্দেশে হাত নাড়তে শুরু করেন। তাতেই দর্শকদের মধ্যে হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা ঘটে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছিলেন, পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর পরেও অভিনেতা থিয়েটার ছেড়ে না যাওয়ায় বাধ্য হয়েই পুলিশ তাঁকে বার করে আনে।

অন্য দিকে, অল্লু দাবি করেছিলেন, থিয়েটার কর্তৃপক্ষই পুলিশের অনুমতি নিয়েছিলেন। পুলিশ রাস্তা করে দিয়েছিল বলেই থিয়েটারের ভিতরে প্রবেশ করতে পেরেছিলেন তিনি। অভিনেতার কথায়, ‘‘আমি আইন মেনে চলি। আমায় যদি বলা হত যে কোনও অনুমতি নেই, আমি নিজেই চলে যেতাম। আর ওখানে কোনও রোড শো হয়নি। আমি অনুরাগীদের উদ্দেশে হাত নেড়েই ভিতরে প্রবেশ করেছিলাম। আমার ম্যানেজার আমায় জানিয়েছিলেন যে, বাইরে খুব ভিড়। নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ওঁর কথাতেই বেরিয়ে যাই।’’

Advertisement
আরও পড়ুন