Indian Women Cricket team

ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৩৩ রান তুলে কী কীর্তি গড়লেন হরমনরা

এক দিনের ক্রিকেটে ভারতীয় মহিলা দলের সর্বোচ্চ রান ৩৫৮। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে দীপ্তি করেন ১৮৮ রান। যা মহিলাদের ক্রিকেটে এক দিনের ম্যাচে ব্যক্তিগত তৃতীয় সর্বোচ্চ রানের ইনিংস।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২২ ২৩:১৭
হার্লিন-হরমনের জুটিতে দিশেহারা হয়ে যান ইংল্যান্ডের বোলাররা।

হার্লিন-হরমনের জুটিতে দিশেহারা হয়ে যান ইংল্যান্ডের বোলাররা। ছবি: টুইটার।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে নজির গড়ল ভারতীয় মহিলা দল। অধিনায়ক হরমনপ্রীত কৌরের অপরাজিত ১৪৩ রানের সুবাদে পাঁচ উইকেটে ৩৩৩ রান তুলল ভারত। যা মহিলাদের এক দিনের ক্রিকেটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস।

এক দিনের ক্রিকেটে ভারতীয় মহিলা দলের সর্বোচ্চ রানের ইনিংস ২ উইকেটে ৩৫৮। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২০১৭ সালের ১৫ মে ওই ইনিংস খেলে ভারতীয় মহিলা ক্রিকেট দল। যে ম্যাচে দীপ্তি শর্মা ১৮৮ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন। বুধবার হরমনপ্রীতের ১৪৩ রানের আগ্রাসী ইনিংসের সুবাদে এক দিনের ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস খেলল ভারত।

Advertisement

বুধবারের আগে পর্যন্ত এক দিনের ক্রিকেটে ভারতের মহিলা দলের দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস ছিল আট উইকেটে ৩১৭। গত ১২ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলা সেই ইনিংস চলে গেল তৃতীয় স্থানে।

এই তালিকার চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করা তিন উইকেটে ৩০২ রানের ইনিংস। ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি এই ইনিংস খেলেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। পঞ্চম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু’উইকেটে ২৯৮ রানের ইনিংস। ২০০৪ সালের ২৬ ফেব্রুয়ারি এই ইনিংস খেলেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল।

আরও পড়ুন
Advertisement