ভারতের সাজঘরে রোহিত শর্মা। ছবি: সমাজমাধ্যম।
রবিবার পার্থে পৌঁছে গিয়েছিলেন রোহিত শর্মা। সময় নষ্ট না করে সোমবারই অনুশীলনে নেমে পড়লেন তিনি। ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট চলার মাঝেই গোলাপি বলে অনুশীলন শুরু করে দিলেন তিনি। মাঝে সাজঘরে গিয়ে সময় কাটাতেও দেখা গিয়েছে তাঁকে।
১১ দিন বিরতির পর ভারত দ্বিতীয় টেস্ট খেলতে নামবে অ্যাডিলেডে। সেই টেস্ট হবে দিন-রাতের। গোলাপি বলে খেলা হবে। বাকিদের আগেই রোহিত গোলাপি বলে প্রস্তুতি শুরু করে দিলেন। এ দিন মধ্যাহ্নভোজের বিরতির সময় রোহিতকে নেটে ব্যাট করতে দেখা যায়। নবদীপ সাইনি, যশ দয়াল এবং মুকেশ কুমারের মতো ভারতের রিজ়ার্ভ দলের বোলারদের খেলেছেন রোহিত।
বেশ কিছু ক্ষণ বল করেছেন রবীন্দ্র জাডেজাও। এ ছাড়া থ্রো-ডাউন বিশেষজ্ঞ নুয়ান সেনাবীরত্নেকেও খেলেন রোহিত। পরিচিত পুল শট খেলতে দেখা যায় রোহিতকে। তবে বেশ কিছু বল ব্যাটে লাগাতে পারেননি তিনি।
রোহিত অস্ট্রেলিয়া পৌঁছনোয় খুশি যশপ্রীত বুমরা। প্রথম টেস্টে অধিনায়কত্বের দায়িত্ব সামলানো বুমরা বলেছেন, “রোহিতকে যতটা সাহায্য করার দরকার ততটাই করব।”
বুধবার ক্যানবেরার উদ্দেশে রওনা দেবে ভারত। ৩০ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। তবে সেটি প্রথম শ্রেণির ক্রিকেটের স্বীকৃত ম্যাচ নয়। তবে দিন-রাতের বলে সেই ম্যাচটির আলাদা গুরুত্ব রয়েছে। ওই ম্যাচে খেলার কথা রোহিতের।