Urvashi Rautela

টানা আড়াই বছরের নিষেধাজ্ঞা! কোন কারণে বিয়ের পিঁড়িতে বসতে পারবেন না উর্বশী?

অনেকেরই প্রশ্ন, “কবে বিয়ে করছেন উর্বশী?” অভিনেত্রী নিজেই জানিয়েছেন, আগামী আড়াই বছর তিনি কোনও ভাবেই বিয়ে করতে পারবেন না।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৭:০২
Actress Urvashi Rautela says that she cannot get married for next two and half years

আগামী আড়াই বছর বিয়ে করতে পারবেন না উর্বশী। ছবি: সংগৃহীত।

বলিউডে ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’-এর তকমা রয়েছে উর্বশী রাউতেলার কাছে। একাধিক বার বিতর্কে নাম জড়ালেও, তাঁর পুরুষ অনুরাগীর সংখ্যায় কোনও ঘাটতি হয়নি। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে তাঁদের কৌতূহলের শেষ নেই। অনেকেরই প্রশ্ন, “কবে বিয়ে করছেন উর্বশী?” অভিনেত্রী নিজেই জানিয়েছেন, আগামী আড়াই বছর তিনি কোনও ভাবেই বিয়ে করতে পারবেন না।

Advertisement

কেন এই আড়াই বছরের উপর নিষেধাজ্ঞা? উর্বশী জানান, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বর্তমানে তাঁর এমন একটি দশা চলছে যা মোটেই বিয়ে করার জন্য উপযুক্ত নয়। অভিনেত্রীর কথায়, “এখন আমার কাটনি যোগ চলছে। কাটনি যোগ চলাকালীন বিয়ে করা উচিত নয়। টানা আড়াই বছর এই দশা জারি থাকে। তাই বিয়ে করার জন্য আপাতত সময় নিচ্ছি। এখনই বিয়ে করছি না।”

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই দশা চললে জীবনে নানা ধরনের বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়। এমনকি বিয়ের পথেও নানা বাধা তৈরি করতে পারে এই দশা। সেই জন্যই আপাতত বিয়ে থেকে বিরত থাকছেন তিনি।

ক্রিকেট তারকা ঋষভ পন্থের সঙ্গে নাম জড়িয়েছিল উর্বশীর। যদিও গুঞ্জন প্রসঙ্গে অভিনেত্রীর কোনও স্বীকারোক্তি মেলেনি। বরং একে অন্যকে কটাক্ষই করেছেন দু’জনে। ঋষভ ও উর্বশীকে নিয়ে বহু মিমও ছড়িয়েছে সমাজমাধ্যমে। অভিনেত্রী বলেছিলেন, “ঋষভ পন্থের সঙ্গে আমার নাম জড়িয়ে যে মিম ছড়ানো হচ্ছে, তা কেবলই গুজব ও ভিত্তিহীন। আমি ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করি। কাজই আমার প্রধান লক্ষ্য। এই ধরনের বিষয় স্বচ্ছতার সঙ্গে সামাল দেওয়া জরুরি। জল্পনা না করে সত্যতার উপর নজর দেওয়া উচিত। আমি বুঝি না, এত উত্তেজিত হয়ে মিম তৈরি করার কী আছে!”

উর্বশী নিজেই যদিও এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, এক হোটেলের লবিতে ঋষভ তাঁর জন্য টানা দশ ঘণ্টা অপেক্ষা করেছিলেন। এর প্রেক্ষিতে ঋষভ সাক্ষাৎকারে নাম না করে বলেছিলেন, “খ্যাতি পাওয়ার জন্য মানুষ কী ভাবে মিথ্যে বলতে পারে, তা দেখে সত্যিই হাসি পায়।”

Advertisement
আরও পড়ুন